দারুন সুখবর! ছোট্ট এই কাজটি করলেই প্রতিমাসে পেয়ে যাবেন 300 টাকা গ্যাসের ভর্তুকি! জেনে নিন বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন:-.রোজকার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে গ্যাস সিলিন্ডার । কিন্তু যে হারে প্রতিনিয়ত বেড়েই চলেছে গ্যাস সিলিন্ডারের দাম তাতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের ।একসময় গ্যাস সিলিন্ডার 500 টাকার আশেপাশে পাওয়া যেত ।




কিন্তু এখন যে গ্যাস সিলিন্ডার কিনতে গেলে মানুষকে করতে হয় প্রায় হাজার টাকা খরচ। এমতাবস্থায় দাঁড়িয়ে একাধিক অভিযোগ এসেছিল সরকারের বিরুদ্ধে ।তবে এবার ভর্তুকি নিয়ে নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।এতদিন পর্যন্ত ভর্তুকি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছিল। কেউ ভর্তুকি পাচ্ছে আমার কেউ পাচ্ছে না।




পাশাপাশি ভর্তুকির টাকার অঙ্কে দেখা গিয়েছিল বৈষম্য। তবে এবার থেকে কেন্দ্রীয় সরকার জারি করেছে নতুন একটি নিয়ম। যার মাধ্যমে এখন প্রত্যেকেই 300 টাকা ভর্তুকি পেতে পারেন। এর জন্য অতি অবশ্য আপনাকে এই কাজটি করতে হবে ।নইলে কিন্তু আপনি ভর্তুকি পাবেননা ।ভর্তুকি বাবার জন্য প্রথমে আপনার গ্যাস সিলিন্ডারের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে ।যদি না থাকে তাহলে করিয়ে নিন যত তাড়াতাড়ি সম্ভব ।




তারপর থেকেই 900 টাকার গ্যাস আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন মাত্র 600 টাকা তে।এক্ষেত্রে যারা উজ্জলা যোজনার গ্যাস পেয়ে থাকেন তারা এতদিন ১৭৪.৮৬ টাকা ভর্তুকি পেতেন। তাদের জন্যই রয়েছে সর্বাধিক লাভ। তারা এখন ভর্তুকি পাবেন ৩১২.৪৮ টাকা। এছাড়াও যারা ১৫৩.৮৬ টাটা করে ভর্তুকি পেতেন তারা এখন ভর্তুকি পাবেন ২৯১.৪৮ টাকা করে।কেন্দ্রীয় সরকারের এই নিয়মের ফলে উপকৃত হয়েছে বা হবে দেশের প্রায় কোটি কোটি মানুষ।











