








নিজস্ব প্রতিবেদন:-ভারতের সবথেকে জনপ্রিয় একটি ই-কমার্স সাইট হচ্ছে ফ্লিপকার্ট । তবে শুধুমাত্র ভারতবর্ষে ভারতবর্ষে বাইরের নাকি এর ব্যবসা-বাণিজ্য শুরু হয়েছে চরমভাবে । মাঝেমধ্যেই গ্রাহকদের আকৃষ্ট করার জন্য এবং বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করার জন্য বিভিন্ন অফার জারি করে এই ই কমার্স সাইট । সম্প্রতি চালু হয়েছে বিগ সেভিংস ডে ।




জেনে নিন এই অফারে আপনি কি কি কম দামে পেতে পারেন প্রসঙ্গত উল্লেখ্য electronics-gadgets থেকে শুরু করে স্মার্টফোন সবকিছুই পাবেন অত্যন্ত কম দামে ।স্পিকারে মধ্যে রয়েছে অ্যাপেল হোমপড মিনি । যার দাম ৭৯৯৯ টাকা।রয়েছে গুগল নেস্ট হাবে ম যার দাম ৫৯৯৯ টাকা। এছাড়া রয়েছে গুগল নেস্ট অডিয়ো ।যার দাম ৫৯৯৯ টাকা। ও লেনোভো স্মার্ট ক্লক এসেনসিয়ালের দাম ৩৯৯৯ টাকা।




ফোনের মধ্যে রয়েছে :-অ্যাপেল আইফোন ১২ মিনি যার দাম ৫৯,৯০০ টাকা। তবে এখন ফ্লিপকার্টের সেলে পাওয়া যাচ্ছে ৪১,৯৯৯ টাকায়
মোটরোলা জি৬০- মোটোরোলার এই ফোনের ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টের সেলে বর্তমানে পাওয়া যাচ্ছে ১৭,৯৯৯ টাকা।




ভিভো এক্স৬০- ভিভো ‘এক্স’ সিরিজের এই ফোনের ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে পাওয়া যাচ্ছে ৩৪,৯৯০ টাকায়।
রিয়েলমি সি১১ ২০২১- রিয়েলমির এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে ৭৪৯৯ টাকা। এই ফোনের আসল দাম ৭৯৯৯ টাকা।




এছাড়াও স্মার্ট টিভি সহ বিভিন্ন স্ট্রিমিং ডিভাইসের উপর রয়েছে আকর্ষণীয় ছাড় পাশাপাশি আপনার কাছে যদি আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে থাকে সরাসরি 10% ছাড় পেয়ে যাবেন আপনারা ।ফ্লিপকার্ড প্লাস মেম্বার দের জন্য এটি 16 জানুয়ারি থেকে শুরু হল অন্যান্য গ্রাহকদের জন্য 17 জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে 22 শে জানুয়ারি পর্যন্ত ।











