
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত হয়েছেন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। গতকাল রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কলকাতার নাকতলার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিবানী দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৯১ বছর। বার্ধক্যজনিত কারণেই তিনি প্রয়াত হয়েছেন বলে জানিয়েছেন পার্থ বাবু।
পার্থ বাবুর মায়ের মৃত্যুসংবাদ পেয়েই তাঁর নাকতলার বাড়িতে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তারপরেই বাড়িতে গিয়েছিলেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি সহ তৃণমূলের অন্যান্য নেতারাও। সকলেই গিয়ে সমবেদনা জানিয়েছেন পার্থ বাবুকে। ২০১৭ সালে পার্থ বাবুর স্ত্রী জয়শ্রী চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছিলেন।
এবার মাতৃবিয়োগ হওয়ায় ভেঙে পড়েছেন পার্থ বাবু। তাঁকে সান্ত্বনা দিয়েছেন তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা।গতকাল সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে গতকাল রাত আটটা নাগাদ শিবানীদেবীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষকৃত্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য নেতারাও।
আরও পড়ুন-রাজ্যে আরও বাড়লো বিধি নিষেধ। তবে ছাড় কিছু ক্ষেত্রে।
এবার পার্থ চট্টোপাধ্যায় কে সমবেদনা জানাতে তাঁর বাড়ি গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল আগেই টুইট করে জানিয়েছিলেন যে তিনি পার্থ চট্টোপাধ্যায় কে সমবেদনা জানাতে তাঁর বাড়িতে যাচ্ছেন।পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর প্রয়াত মায়ের ছবিতে মালা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে, “রাজ্যপাল আমাকে ফোন করেছিলেন।
আরও পড়ুন-দলনেত্রীকে আবেদন জানিয়েছিলেন মদন মিত্র। এবার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তাঁর।
আমার বাড়িতেও নিয়ে এসেছিলেন উনার সাথে আমার সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। উনাকে আমি জানিয়ে দিয়েছি যে আগামী ২ রা জুলাই বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে।”রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে বলেছিলেন, “তিনি আজ দুপুর তিনটে নাগাদ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাবেন তাঁর মায়ের মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য।”
Governor West Bengal will be visiting at 3 PM residence of Senior Minster @MamataOfficial Shri Partha Chatterjee @itspcofficial to condole the death of his mother.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 14, 2021