দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এবার ‘দুয়ারে মদ’? বাড়িতে মদ পৌঁছে দেবে এই 4 টি সংস্থা! জানালো আবগারি দপ্তর!









নিজস্ব প্রতিবেদন:-গতবছর লকডাউন এর সময় আমরা দেখেছিলাম যে মদ বিক্রির ওপর বেশ ভাল রকমের লক্ষ্মী লাভ হয়েছিল রাজ্য সরকারের । অর্থনৈতিক অবস্থা পুনরায় আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছিল শুধুমাত্র মদ কে কেন্দ্র করে ।অনেকেই আছেন যারা বাড়িতে বসে মদ পরিষেবার জন্য আগ্রহী । তাই সরকারের প্রকল্প চালু করা হলো যদিও এর সরকারি ভাষাতে একে ই রিটেল বলা হয়ে থাকে ।




যে সমস্ত সমস্ত সূরা প্রেমীদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তাদেরকে একমাত্র অনলাইনে আবেদন করার জন্য আর্জি জানিয়ে ছিল সরকার ।তবে ইতিমধ্যে চারটি সংস্থাকে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে একটি কলকাতা এবং বাকি অন্যান্য শহরের । এর মধ্যে রয়েছে চেন্নাই মুম্বাই এবং ব্যাঙ্গালোর ।




তবে, সামগ্রিক ব্যবস্থায় একটাই শর্ত দেওয়া হয়েছে যে, শুধুমাত্র নির্দিষ্ট বয়সের উপরের ক্রেতাদেরই মদ বিক্রি করা হবে।ফেব্রুয়ারি মাসের গোড়াতেই এই চার সংস্থার সঙ্গে “মউ” স্বাক্ষরিত হতে চলেছে। “বেভকো” আগামী অর্থবর্ষের গোড়ার দিকে, অর্থাৎ এপ্রিল মাস নাগাদ বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার এই পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে।




দফতর সূত্রে জানা গিয়েছে যে, “নেচারস বাস্কেট”, “দুনজো ডিজিটাল”, “প্লটিনাস অ্যানালিটিকা” এবং “বাজিমাত ড্রিংকস”-নামের এই চারটি সংস্থাকে চূড়ান্ত করা হয়েছে। তবে, সংস্থাগুলি কিভাবে কাজ শুরু করবে তা এখনও জানা যায়নি। আবগারি দফতর নতুন যে ব্যবস্থা চালু করছে, তাতে বাড়িতে বসে মদ পেতে কতটা বেশি খরচ করতে হবে, তা অবশ্য এখনও জানা যায়নি।











