








নিজস্ব প্রতিবেদন :-বিগত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ভারতে যে সমস্ত প্রাইভেট টেলিকম সংস্থাগু-লির রয়েছে যেমন রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোন এরা প্রত্যেকে তাদের রিচার্জের মূল্যবৃদ্ধি ঘটেছিল কমপক্ষে 25% । যার ফলে সাধারণ গ্রাহকদের অবস্থা নাজেহাল হয়ে গেছে এমতাবস্থায় দাঁড়িয়ে বিকল্প পথ এর সন্ধান করছিল সাধারণ মানুষ ।ঠিক এই মুহূর্তে কাজে লাগিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড এবং এলন মাস্কের একটি টেলিকম সংস্থা ।




তবে সম্প্রতি এমনটাই জানা যাচ্ছে যে এবার রিলাইন্স জিও কে টেলিকম প্লাটফর্মে টেক্কা দিতে গুগোল বিনিয়োগ করেছে এই এয়ারটেলের উপর ।একদম ঠিক শুনেছেন ।সম্প্রতি গুগলের কাছ থেকে এমনটা জানা যাচ্ছে যে রিলায়েন্স জিও কে বাজারে টেক্কা দিতে এয়ারটেল এর উপর বিনিয়োগ করা হয়েছে । এবং এই বিনিয়োগের ফলে এয়ারটেল শেয়ার 0. 58 শতাংশ থেকে বেড়ে 711 টাকা হয়েছে ।











