খুশির খবর কাপুর পরিবারে! প্রথমবারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী সোনম কাপুর! ব্যাপক ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:বলিউড জগতের প্রথম সারির অন্যতম অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অনিল কাপুরের কন্যা সোনাম কাপুর। প্রসঙ্গত অভিনয় জীবন শুরু করার আগে সোনম সঞ্জয় লীলা বনসলির সহকারী হিসেবে কাজ করতেন।




ব্ল্যাক (২০০৫) ছবিটি তৈরি হওয়ার সময় তিনি সহযোগীর ভূমিকায় ছিলেন। বড় পর্দায় তিনি আত্মপ্রকাশ করেন রনবীর কাপুরের সঙ্গে বনসলির সাওয়ারিয়া (২০০৭) ছবিতে, যা বক্স অফিসে খুব ভালো ফল করেনি। তবে সোনমের অভিনয় এই ছবিতে বিশেষভাবে প্রশংসিত হয়েছিল।




এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।২০০৯ সালে সোনম অভিষেক বচ্চনের বিপরীতে রাকেশ ওমপ্রকাশ মেহেরার দিল্লি ৬ -এ অভিনয় করেন। ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র সমালোচনা পায় কিন্তু সোনামের অভিনয় উচ্চপ্রশংসিত হয়েছে।




এরপর 2010 সালে তাকে ইমরান খানের বিপরীতে আই হেট লাভ স্টোরিস ছবিতে দেখা যায়। এরপর আরো বেশ কয়েকটি সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। শেষবার বলিউডে তাকে দেখা গিয়েছিল 2016 সালে সালমান খানের বিপরীতে প্রেম রাতান ধান পায়ো ছবিতে।




2018 সালের 8 মে তিনি ব্যবসায়ী আনন্দ আহুজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারপর থেকেই জমিয়ে সংসারের প্রতি মনোনিবেশ করেছেন তিনি।তবে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় এই নায়িকাকে মাঝেসাজেই বিভিন্ন ধরনের ফটোশুট এবং মডেলিংয়ে অংশগ্রহণ করতে দেখা যায়।সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকেই ভক্তদের উদ্দেশ্যে মা হওয়ার কথা জানিয়েছেন সোনাম কাপুর।




স্বামী আনন্দের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজেদের নতুন সন্তানের আগমনের খুশি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।মুহূর্তের মধ্যেই অভিনেত্রীর এই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই এই খুশির খবর এর জন্য নায়িকাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।চাইলে আপনারাও সোনাম কাপুরের ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে এই ছবিটি দেখে নিতে পারেন।











