








নিজস্ব প্রতিবেদন:দেশের মধ্যে এই মুহূর্তে অন্যান্য টেলিকম সংস্থাগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে মুকেশ আম্বানির জিও। ক্রমাগত নানান ধরনের বিশেষ অফার নিয়ে আসছে এই সংস্থা। তবে বলা যায় অন্যান্য সংস্থা গুলোর তুলনায় জিওর অফার নিঃসন্দেহে কিছুটা হলেও নিম্নমুখী। তাই সাধারণ জনগণের মধ্যে ক্রমশই এর ব্যবহার ছড়িয়ে পড়ছে।




এবারে গ্রাহকদের জন্য বড় পরিষেবা নিয়ে এলো এই সংস্থা।।এবার থেকে প্রতি মাসে রিচার্জ শেষ হয়ে গেলেও আগে থেকে গ্রাহকেরা অটো পের মাধ্যমে রিচার্জ করে নিতে সক্ষম হবেন। জিওর অন্যতম অ্যাপ্লিকেশন মাইজিও তে ইতিমধ্যেই এই অপশন চালু করা হয়েছে। এছাড়াও গ্রাহকেরা ই-প্ল্যান এর সাহায্যে অফার দেখে নিতে সক্ষম হবেন।।




এছাড়াও সম্প্রতি জিওর গ্রাহকদের জন্য আরো একটি সুবিধা চালু করা হয়েছে। যেটি হল এবার থেকে রিচার্জ না করালেও গ্রাহকদের ইনকামিং পরিষেবা একইরকমভাবে চালু থাকবে। অর্থাৎ আগে যেখানে রিচার্জ না করালে ইনকামিং কল আসা বন্ধ হয়ে যেত সেটি এখন থেকে পরিবর্তিত হয়ে যেতে চলেছে। স্বাভাবিকভাবেই জিওর এই একাধিক অফারের ফলে নিঃসন্দেহে এর ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ আরো বৃদ্ধি পেতে চলেছে।











