








নিজস্ব প্রতিবেদন :-ফের কমে গেল সোনার দাম ।বিগত দুইদিন ধরে যে হারে বৃদ্ধি পেয়েছিল তাতে সোনা প্রেমীরা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিল সোনা প্রেমীরা তার পাশাপাশি বিক্রেতারা কিন্তু এবার উল্টো পথে হাঁটা শুরু করল হলুদ ধাতু মূলত চীনের অর্থনীতি ধাক্কা খাওয়ার জন্য এবং ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে বলে অনুমান বাজার বিশেষজ্ঞদের তবে সোনার দাম হঠাৎ করে কমে যাওয়া তে বেজায় খুশি হয়েছে সোনা প্রেমীরা তার পাশাপাশি বিক্রেতারা।




পুজো হোক বা যেকোনো ধরনের অনুষ্ঠান সোনার ব্যবহার আমরা করে থাকি সোনার প্রতি মেয়েদের দুর্বলতা একটা আলাদা মাত্রায় থেকে থাকে ।সেই জায়গাতে দাঁড়িয়ে সোনার দাম কমে যাওয়া মানেই তাদের কাছে উৎসবের আনন্দে থেকে কোন অংশে কম নয়।সম্প্রতি এমনটাই জানা যাচ্ছে যে কলকাতায় সোনার দাম 950 টাকা প্রতি 10 গ্রামে কমেছে এবং এই দাম কমে নতুন দাম হয়েছে 48 হাজার 700 টাকা। অপরদিকে কমেন্ট করতে দেখা গেছে রুপোর দাম।




সম্প্রতি এমনটাই জানা যাচ্ছে যে 22 ক্যারেট ও 24 ক্যারেট সোনার দাম এর প্রথম লক্ষ্য করা গেছে কলকাতা শহর তার আশেপাশে শহরগুলিতে ।এই মুহূর্তে কলকাতাতে 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 5070 টাকা। যার ফলে 10 গ্রাম সোনার দাম হচ্ছে 50 হাজার 700 টাকা।অর্থাৎ পূর্বের দামের তুলনায় 280 টাকা কম হয়েছে। প্রতি 10 গ্রামের ।তবে শুধু মাত্র 24 ক্যারেট নয় 22 ক্যারেট সোনার দাম এর পতন ঘটতে দেখা গেছে। এবং সূত্র অনুসারে মনটা জানা যাচ্ছে যে 24 ক্যারেট এবং 22 ক্যারেট মিলিতভাবে 4000 টাকার বেশি কমেছে সোনার দাম।











