দ্রুত সেরে নিন সব কাজ! ডিসেম্বর মাসে 12 দিন বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা! জানুন বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন:-নভেম্বর মাসের পর পুনরায় ডিসেম্বরের টানা 12 দিন ছুটি থাকতে চলেছে সরকারি এবং বেসরকারি ব্যাংক গুলি কি কারণে ছুটি রয়েছে এবং কবে কবে ছুটি রয়েছে সমস্ত কিছু তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। সাধারণ ছুটি এবং বিভিন্ন রাজ্যের উৎসব অনুযায়ী ছুটি প্রদান করা হয়েছে।




সাধারণত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইনস অনুসারে মূলত তিন ধরনের ছুটি হয়ে থাকে। যেমন রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে , হলিডে আন্ডার দা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট , এবং ব্যাংক ক্লোজিং অফ অ্যাকাউন্টস । রিজার্ভ ব্যাংকের তালিকা অনুযায়ী প্রত্যেক ব্যাংকের ছুটির তালিকা পাঠিয়ে দেওয়া হয়ে থাকে।




৩ ডিসেম্বর শুক্রবার, সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের ফিস্ট উপলক্ষে গোয়ায় ছুটি।।
৫ ডিসেম্বর রবিবার,
১১ ডিসেম্বর দ্বিতীয় শনিবার,




১২ ডিসেম্বর রবিবার।
১৮ ডিসেম্বর শনিবার, ইউ সোসো থামের মৃত্যু বার্ষিকী।
১৯ ডিসেম্বর রবিবার, ।




২৪ ডিসেম্বর শুক্রবার, ক্রিসমাস উৎসব (ক্রিসমাস ইভ)।
২৫ ডিসেম্বর শনিবার, ক্রিসমাস।
২৬ ডিসেম্বর রবিবার।




২৭ ডিসেম্বর সোমবার, ক্রিসমাস সেলিব্রেশন।
৩০ ডিসেম্বর বৃহস্পতিবার, ইউ কিয়াং নাংবা।




৩১ ডিসেম্বর শুক্রবার, নিউইয়ার ইভ
, ২৫ ডিসেম্বর চতুর্থ শনিবার এবং অন্যদিকে বড়দিন,











