ঝাড়গ্রামে জে পি নড্ডার সভা নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির!

নিজস্ব প্রতিবেদন:-নির্বাচনী প্রচার কাজে এসে রীতিমতো সমস্যার সম্মুখীন হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দিন কয়েক আগে নবদ্বীপ থেকে রথযাত্রার তথা পরিবর্তন যাত্রার সূচনা করেন তিনি। এরপর কাল উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার উদ্বোধন করতে বাংলায় আসেন জে পি নাড্ডা।
কর্মসূচি অনুযায়ী গতকাল ঝাড়গ্রামে ও একটি জনসভায় যোগদান করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। কিন্তু জনসভায় যোগদান করতে পৌছলে প্রায় 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর ফিরে গেলেন জে পি নাড্ডা।তার ফিরে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে জনসভায় পৌঁছনোর পরও ফাঁকা ছিল বেশিরভাগ চেয়ার।
আরও পড়ুন-দার্জিলিঙে ফের বিতর্কে জড়ালো তৃণমূল!
জানা গিয়েছে,প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারপর বিজেপির কার্যালয় থেকে বেরিয়ে যান। সেই সময়েও অধিকাংশ চেয়ার ফাঁকা পড়েছিল।ফলস্বরূপ বেশ অস্বস্তির মুখে পড়তে হয় বিজেপিকে। স্বাভাবিকভাবেই ফাঁকা জনসভা নিয়ে কটাক্ষ করতে সুযোগ ছাড়েনি শাসক দল।
One Comment