কাল থেকে সমস্ত সরকারি কর্মচারীদের মেনে চলতে হবে এই কড়া নিয়ম, গাইডলাইন প্রকাশ কেন্দ্রের









আকাশবার্তা অনলাইন ডেস্ক: কোভিড পরিস্থিতিতে সরকারি চাকুরিজীবী দের জন্য বেশ কিছু ছাড় দেওয়া হয়েছিল । যেমন- অর্ধেক কর্মী নিয়ে কাজ করা, কাজের সময় কম করা ইত্যাদি । সেই সকল সুবিধা আজ থেকে অর্থাৎ ৮ নভেম্বর থেকে বন্ধ করতে চলেছে কেন্দ্র সরকার। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য সরকারি চাকুরিজীবীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। আবার সেই পুরোনো চেনা ছন্দে ফিরতে হবে তাদের। এই বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র সরকার।




যেখানে আবারও কর্মীদের বায়োমেট্রিক অ্যাটেনডেন্স দেওয়া বাধ্যতামূলক বলা হয়েছে। ইতিমধ্যেই সেই গাইডলাইন পাঠান হয়েছে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসে। এই প্রসঙ্গে ভারত সরকারের ডেপুটি সেক্রেটারি উমেশ কুমার ভাটিয়া জানিয়েছেন,’আগেই বন্ধ করা হয়েছিল কম কর্মী নিয়ে কাজ করা, কাজের সময় কম করা ইত্যাদি ও সুযোগ সুবিধা। আর এবার বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বাধ্যতামূলক করছে কেন্দ্র।’




কেন্দ্রীয় সরকারের গাইডলাইন: ১. ৮ নভেম্বর থেকে বাধ্যতামূলক করা হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স।
২. প্রতিটা বায়োমেট্রিক সিস্টেমের সামনে স্যানিটাইজার রাখতে হবে।
৩. কর্মীরা কর্মস্থলে এসে প্রথমে হাত স্যানিটাইজ টরবেন এবং তারপর নিজের বায়োমেট্রিক অ্যাটেনডেন্স প্রদান করবেন।
৪. কর্মীদের নিজেদের মধ্যে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরা বাধ্যতামূলক।




৫. বায়োমেট্রিক টাচপ্যাড পরিস্কার করার জন্য একজন কর্মী নিয়োগ করা হবে যিনি বারবার এই টাচপ্যাড পরিস্কার করে দেবেন।
৬. এই বায়োমেট্রিক টাচপ্যাড কোনো খোলামেলা জায়গায় রাখতে হবে। বদ্ধ জায়গায় তা রাখা চলবেনা।











