আইফোনের রিংটোন থেকে মানুষের গলার আওয়াজ, সব কিছুই হুবহু নকল করছে এই টিয়াপাখিটি! দারুন ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:-বর্তমানের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা একাধিক ঘটনা ভাইরাল হতে দেখি । সেই সমস্ত ঘটনাবলি অন্যান্য র্ঘটনা থেকে অনেকখানি আলাদা হয় বলে খুব অল্প সময়ের মধ্যে দখল করে খবরের শিরোনামে । কিন্তু শুধুমাত্র যে মানুষ এই খবরের শিরোনাম দখলে ওস্তাদ এমনটা ভাবার কোনো অর্থ নেই ।




কারণ সে তালিকায় নাম রয়েছে বিভিন্ন পশু পাখির জন্তু-জানোয়ারের সম্প্রতি সেই চিত্র দেখান ভিডিওর মাধ্যমে।এর আগে আমরা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের হয়তো ভিডিও একাধিকবার দেখে থাকবো । কিন্তু এই ভিডিওটি অন্যান্য বাকি সকল ভিডিও তুলনায় অনেক খানি আলাদা। আমরা জানি যে বাড়িতে অনেকেই পাখি পুষে রাখে ।




টিয়া পাখি তার মধ্যে অন্যতম ।যেহেতু টিয়া পাখি মানুষের কথা নকল করতে পারে তাই পছন্দের তালিকার মধ্যে সবার শীর্ষে রয়েছে এটি ।তবে শুধুমাত্র মানুষ নয় তার পাশাপাশি আইফোনের রিংটোন ও নকল করতে পারে টিয়া পাখি ।সেই চিত্র ফুটে উঠল এই ভিডিওর মাধ্যমে।




সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একটি টিয়া পাখি যার নাম বুচি সেথাকে ব্যাঙ্গালোরে অসম্ভব সুন্দর কায়দায় আই ফোনের রিংটোন নকল করে দেখাচ্ছে।নেটিজেনরা তার এই ভিডিয়ো দেখে হতবাক হয়ে গিয়েছেন। ছোট্ট পাখিটি কতটা নিখুঁতভাবে শব্দ অনুকরণ করতে পারে তা সত্যিই দেখার মতো।




ভিডিয়োটি ‘গুচি গৌড়া’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল।গোটা বিশ্বের সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ভিডিয়ো।
— Bengal News Media (@media_bengal) January 21, 2022












‘