এবার থেকে অনলাইন অর্ডার ছাড়াই আকর্ষণীয় ছাড়ে এই জায়গা থেকে পেয়ে যাবেনJio Phone Next! জানুন বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন:-সম্প্রতি রিলায়েন্স জিও গুগলের সাথে মিলিত ভাবে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে ভারতীয় বাজারে। দীপাবলীর দিন এই স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে ভারতের বাজারে যার নাম হচ্ছে রিলায়েন্স জিও নেক্সট এই স্মার্টফোনে থাকছে একাধিক আধুনিক ফিচারস যা অন্যান্য বাকি সকল স্মার্টফোনের তুলনায় অনেকটাই বেশি ।পাশাপাশি এর দাম সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের কথা চিন্তা করে রাখা হয়েছে। এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে মাত্র 6499 টাকা।




এই ফোনে ফটোগ্রাফির জন্য, ফোনটিতে 13 মেগাপিক্সেল ক্যামেরা ১৩ এবং সেলফি এবং ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে। রয়েছে 4G VoLTE সাপোর্ট এবং ডুয়াল সিম সাপোর্ট নিয়ে আসতে পারে। ফোনটিতে ২৫০০mAh ব্যাটারি থাকতে পারে। রয়েছে Android 11 দেওয়া যাবে। ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেও থাকবে বলে জানা গেছে। এই ফোনে ।




এটি কোয়ালকম QM215 চিপসেট সহ আসতে পারে এবং 2GB বা 3GB RAM এর সাথে আসতে পারে। এতে ১৬ GB বা ৩২ GB এর eMMC ৪.৫ ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। ঠিকই ধরেছেন আমি এই মুহূর্তে সম্প্রতি প্রকাশ করা রিলায়েন্স জিওর জিও ফোন নেক্সট এর কথা বলতে চলেছি শুরু হয়ে গেল এবার তার বিক্রি পদ্ধতি ।




তবে আপনাকে আগের পদ্ধতিতে আর বুকিং করতে হবে না এই রিলায়েন্স জিও নেক্সট ফোন কেনার জন্য। প্রথম যখন এটি লঞ্চ করা হয়েছিল তখন এমনটা বলা হয়েছিল যে রিলাইন্স জিও নেক্সট পেতে গেলে অতি অবশ্যই প্রি বুকিং করতে হবে অনলাইনে। তবে এবার সম্পূর্ণ পদ্ধতির পরিবর্তন হয়েছে। এবার থেকে আপনারা এই ফোনটি খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের কাছাকাছি রিলায়েন্স ডিজিটাল স্টরে । পাশাপাশি পেয়ে যাবেন একই রকমের ইএমআই ব্যবস্থা। তাহলে আর অপেক্ষা কিসের আজই বাড়িতে নিয়ে আসুন রিলাইনস জিও নেক্সট ।











