কোকিল থেকে কুকুর, একাধিক পশু পাখির ডাক অবিকল নকল করছে ছোট্ট শিশু! নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রায়শই নানান ধরনের প্রতিভার সঙ্গে পরিচিত হয়ে থাকি।সম্প্রতি এই নেট মাধ্যমের সাহায্যে আমরা এমন একটি স্কুলের বাচ্চা সম্পর্কে জানতে পেরেছি যে একসঙ্গে বিভিন্ন পশু পাখির ডাক নকল করতে পারে। কয়েকদিন আগেই ওই ছাত্রটির শিক্ষিকা তার ভিডিও করে নেট মাধ্যমের মানুষদের সঙ্গে পরিচয় করান। ইতিমধ্যেই সেই ভিডিওটি তুমুল ভাইরাল হয়ে গিয়েছে।




ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে ক্লাসের অন্যান্য বাচ্চারা সেই শিশুটির কাছে পশু পাখিদের ডাক শোনার জন্য আবেদন করছে। এরপর সেই বাচ্চাটি একের পর এক কোকিল,কখনো সদ্যজাত শিশু আবার কখনো বা ছাগল কিংবা কুকুরের আওয়াজ বের করছে। অত্যন্ত আশ্চর্যজনক ভাবে সমস্ত রকমের ডাকেই খুব সহজে নকল করতে পারছে সেই খুদে শিশুটি।




প্রসঙ্গত এই ধরনের মানুষদের সাধারণত হরবোলা বলা হয়ে থাকে। যদিও এখনকার দিনে এই ধরনের মানুষের সংখ্যা প্রায় নগণ্য ।।সাধারণত এই প্রতিভা প্রাকৃতিকভাবেই একজন মানুষ আয়ত্ত করে থাকেন। তাই নিঃসন্দেহে বলা যায় এই শিশুটি অত্যন্ত প্রতিভাবান। চাইলে আপনারাও এই ভিডিওটি দেখে বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে নিতে পারেন।।











