








আকাশবার্তা অনলাইন ডেস্ক: একাধিক রিচার্জ অফারের পর এবার রিলায়েন্স জিও তথা মুকেশ আম্বানি বিনামূল্যে বিনোদনের ব্যবস্থা করেছেন তার গ্রাহকদের জন্য। এখন জিও প্রিপেইড বা পোস্টপেইড রিচার্জের সাথে আপনাকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে জিও টিভির। ফলে আপনি যেকোন সময় যেকোন জায়গায় আপনার পছন্দের টিভি শো দেখতে পারবেন একদম বিনামূল্যে।




এই অ্যাপে রয়েছে মোট ৮২২ টি চ্যানেল। এছাড়াও আপনি এই এই অ্যাপে লাইভ স্ট্রিমিং-এর পাশাপাশি বিগত ৭ দিনের শো দেখতে পারবেন। এছাড়া এই অ্যাপ আপনি পাবেন ১৫ রকমেরও বেশি ভাষার সাথে অর্থাৎ মাল্টি ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস থকবে এই অ্যাপে।




আপনার পিসি বা ল্যাপটপে কীভাবে জিও টিভি দেখবেন?যেহেতু জিও টিভি একটি স্মার্টফোন অ্যাপ তাই এটি কেবলমাত্র অ্যান্ড্রয়েড ভার্সনেই কার্যকর হয়। কিন্তু বিশেষ পদ্ধতিতে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ বা ম্যাকেও জিও টিভি দেখতে পারবেন।




এর জন্য প্রয়জন হবে অ্যান্ড্রয়েড এমুলেটরের। যা ব্যবহার করে আপনি খুব সহজেই পিসিতে জিও টিভি ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন আপনার পছন্দের টিভি শো।
পিসি/ল্যাপটপ/ম্যাকে জিও টিভি ডাউনলোড করার পদ্ধতি:১. নিজের পিসি বা ল্যাপটপে প্রথমে ব্লুস্ট্যাক্স এমুলেটর ডাউনলোড করুন।




২. এবার নিজের কম্পিউটারে এটি ইনস্টল করতে ব্লুস্ট্যাক্স সেট আপ ফাইলে ক্লিক করুন এবং ধাপে ধাপে ইনস্টল পদ্ধতি সম্পন্ন করুন।
৩. এবার এই এমুলেটর থেকে গুগল প্লে স্টোর ওপেন করুন।
৪. গুগল প্লে স্টোর অ্যাক্সেস পেতে নিজের গুগল আইডি দিয়ে সাইন ইন করুন।




৫. এবার জিও টিভি ডাউনলোড করার জন্য সার্চ বারে জিও টিভি লিখুন ।
৬. এবার নিজের কম্পিউটারে বা ম্যাকে এমুলেটর স্ক্রিনে ডাউনলোড করুন।
৭. এবার জিও টিভি ইন্সটল করুন এবং নিজের জিও নাম্বার দিয়ে তা রেজিস্টার করুন।




৮. আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি OTP পাঠান হবে তা যথাযথ স্থানে বসিয়ে ভেরিফাই করুন। তাহলেই কাজ সম্পন্ন।
স্মার্ট টিভিতে জিও টিভি দেখার উপায়: ফোন বা ল্যাপটপে ছোট পর্দার তুলনায় স্মার্ট টিভির বড় পর্দায় কোনো শো দেখা অনেক বেশি বিনোদনমূলক। তাই স্মার্ট টিভিতে আপনি জিও টিভি চালু করতে চাইলে আপনার প্রয়জন পরবে HDMI কেবল অথবা স্ক্রিন কাস্টের মত অপশনের। যা ব্যবহার করে আপনি আপনার ফোন বা ল্যাপটপকে জুড়ে দিতে পারবেন স্মার্ট টিভির সাথে এবং বড় পর্দায় উপভোগ করতে পারবেন আপনার পছন্দের টিভি শো।











