








নিজস্ব প্রতিবেদন :-আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গুলি আকাশছোঁয়া । তার পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের কথা বাদ দিলাম এক লিটার তেলে এখন পকেট থেকে ১০০ টাকার উপরে বেশি গুনতে হচ্ছে অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে কিভাবে বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম । যে সমস্ত গাড়ি মাইলেজ কম তাদের তো দুশ্চিন্তার কারণ আরো বেশী । তাই তারা গাড়ি গুলিকে গ্যারেজের মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছে । বের করেছে রাস্তায় সাইকেল ।কিন্তু এই কঠিন অবস্থায় দাঁড়িয়ে মাত্র 30 হাজার টাকা থেকে পেয়ে যাবেন আপনি নতুন বৈদ্যুতিক স্কুটার।




আজকে আপনাদের সামনে এমন পাঁচটি ইলেকট্রিক স্কুটার এর কথা তুলে ধরব যেগুলি অত্যন্ত কম দামে অর্থাৎ 30000 টাকার মধ্যে আপনি সেই সমস্ত ইলেকট্রিক স্কুটার গুলি বাড়িতে নিয়ে আসতে পারেন।




Avon E Plus:-এটাই তালিকার সবথেকে সস্তা স্কুটি। সাধারণ ডিজাইনের এই ইলেকট্রিক মোপেডে র দাম 25,000 টাকা। এই স্কুটিতে থাকছে একটি ইলেকট্রিক BLDC মোটর। এই মোটরে সর্বোচ্চ 220W শক্তি পাওয়া যাবে। এক চার্জে 50 কিমি চলবে Avon E Plus। এই স্কুটির সর্বোচ্চ গতি 24 কিমি প্রতি ঘণ্টা। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 5-7 ঘণ্টা সময় লাগবে।




Avon E Lite :-এর এক্স শো-রম দাম 28,000 টাকা। এই স্কুটারেও রয়েছে একটি ইলেকট্রিক BLDC মোটর। এই মোটরে সর্বোচ্চ 232 W শক্তি পাওয়া যাবে। এক চার্জে 51 কিমি চলবে এই স্কুটার। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে 4-8 ঘণ্টা। Avon E Lite এ থাকছে অটোমেটিক ট্রান্সমিশন।




Komaki Super:- দুর্দান্ত ডিজাইনের ইলেকট্রিক স্কুটার টি পাওয়া যাবে একদমই কম দামে এর এক্স শোরুম প্রাইস হচ্ছে 29 হাজার 500 টাকা 300 থেকে 500 ওয়াটের একটি শক্তিশালী মোটর এখানে যুক্ত করা হয়েছে দুটি ভেরিয়েন্ট কালারে আপনি পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটার টিম তার পাশাপাশি একবার চার্জ দিলে 60 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম একটি।




Ujaas eZy।:-এই স্কুটিতে একটি 48V ব্যাটারি ব্যবহার হয়েছে। Ujaas eZy এর এক্স শো-রুম দাম 31,800 টাকা। এই স্কুটারেও থাকছে একটি ইলেকট্রিক হাব মোটর। এই মোটরে সর্বোচ্চ 250 W শক্তি পাওয়া যাবে। সঙ্গে থাকছে সর্বোচ্চ 75 Nm টর্ক। এক চার্জে 60 কিমি চলবে Ujaas eZy। এই ই-স্কুটারের সর্বোচ্চ গতি 26 কিমি প্রতি ঘণ্টা।




Ampere V48:– এই ইলেকট্রিক স্কুটার কেনার জন্য খরচ করতে হবে 34,299 টাকা খরচ হবে। এই স্কুটারে থাকছে BLDC ইলেককিনতেট্রিক মোটর। এই মোটরে সর্বোচ্চ 250W শক্তি পাওয়া যাবে। এক চার্জে সর্বোচ্চ 45-50 কিমি চলবে এই স্কুটার। 8-9 ঘণ্টায় এই স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।











