‘করোনা পরিস্থিতিতে পিছিয়ে গেল বইমেলার সময়কাল’,জেনে নিন কবে হবে বইমেলা।






নিজস্ব প্রতিবেদন:-বিশ্বজুড়ে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যেও বই প্রেমীদের জন্য আসতে চলেছে সুখবর।করোনা আবহে বইমেলা নির্দিষ্ট সময় পেরিয়ে আয়োজিত হতে চলেছে এই বছর জুলাই মাসে।কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতার গণমাধ্যমকে তেমনটাই জানাল ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।





যদিও করোনা পরিস্থিতিতে সমস্ত নিয়মকানুন মেনেই আয়োজন করা হবে এই মেলার। বইমেলা প্রসঙ্গে বলতে গিয়ে গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে,’আপনারা অবগত আছেন যে, পৃথিবীব্যাপী অতিমারির কারণে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা ২০২১ তার নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে সময়ের নিয়মে।





আরও পড়ুন- ‘ঠিক কতটা বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা’;জানুন সঠিক তথ্য।





‘পাশাপাশি গিল্ডের পক্ষ থেকে জানানো হয় যে,আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলার ‘ফোকাল থিম কান্ট্রি’ হতে চলেছে বাংলাদেশ। উল্লেখ্য এই বছরটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ও 50 বছর। তাই এই বইমেলা বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতাকেই উৎসর্গ করা হয়েছে।





পাশাপাশি বইমেলা এতটা পিছিয়ে দেওয়ার পিছনে যুক্তি দেখিয়েছে গিল্ড। তাদের তরফে জানানো হয়েছে, সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন।এ ছাড়া রয়েছে আইসিএসসি, সিবিএসসি বোর্ডের পরীক্ষা। রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। এই সব কারনের পরিপ্রেক্ষিতে বইমেলা জুলাই মাসে আয়োজন করাটাই উপযুক্ত সময়।




