‘নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লড়ুন উনি। ভোটে জিতলে ওনাকে মন্ত্রী করে দেবো’, অমিত শাহকে কটাক্ষ করলেন মমতা!

নিজস্ব প্রতিবেদন:-এতদিন পর্যন্ত শুধু আক্রমণ এবং প্রতি আক্রমণে সীমাবদ্ধ থাকলেও এবার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন,‘নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লড়ুন উনি।
ভোটে জিতলে ওনাকে মন্ত্রী করে দেবো’। রসিকতার ছলে কটাক্ষ করতে গিয়ে মুখ্যমন্ত্রী এই বক্তব্য করলেও অনেকেই তার এই বক্তব্যের বিরুদ্ধে প্রশ্ন তুলে ধরেছেন।পাশাপাশি মুখ্যমন্ত্রী অমিত শাহের করা ২০০ টিরও বেশি আসনের টার্গেটকে ভিত্তি করে জানান,’বিধানসভা নির্বাচনে রাজ্যে ২২১টির বেশি আসন পাবে তৃণমূল’।
উল্লেখ্য নন্দীগ্রাম জুড়ে রয়েছে একদা শাসক দলের এবং বর্তমানে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর প্রভাব। কিন্তু শুভেন্দু দলত্যাগ করে বিজেপিতে যোগদান করার পরে শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়ে এই নন্দীগ্রাম থেকেই ভোটে লড়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।