
নিজস্ব প্রতিবেদন:-বিগত কয়েক দিন ধরে সংবাদ শিরোনামে রয়েছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকার। এই তরুণ ক্রিকেটারকে নিয়ে দর্শকসহ অনেকের মধ্যেই সৃষ্টি হয়েছে বিতর্ক। সম্প্রতি দিন কয়েক আগে আইপিএল নিলামে ২০ লক্ষ টাকার বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স দলে নেওয়া হয় অর্জুনকে।
প্রসঙ্গত মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে সচীন তেন্ডুলকর যুক্ত থাকায় অনেকদিন ধরেই অর্জুনকে নিয়ে জল্পনা চলছিল। আইপিএল নিলাম পূরণ হওয়ার পর এখন অনেকেই মনে করছেন শুধুমাত্র সচীনের জন্যই দলে নেওয়া হয়েছে অর্জুনকে।ফলস্বরূপ তারপর থেকেই সোশ্যাল মিডিয়া সহ অনেক জায়গায় ট্রলের মুখে পড়তে হচ্ছে অর্জুনকে।
দিন দুয়েক আগে অর্জুনের দিদি সারা তেন্ডুলকরও নিজের ভাইয়ের সমর্থনে টুইটারে সরব হয়েছিলেন। এদিন ফের অর্জুনকে সমর্থন করে বিতর্কে জড়ালেন চলচ্চিত্রাভিনেতা ফারহান আখতার।এদিন টুইটারে ফারহান লেখেন,”আমি মনে হয়ে অর্জুন তেন্ডুলকরকে নিয়ে আমার এটা বলা উচিত।
আমরা একই জিমে শরীরচর্চা করি এবং আমি দেখতে পাই ও নিজের ফিটনেসের জন্য কঠোর পরিশ্রম করে, আরো ভালো ক্রিকেটার হওয়ার জন্য ওর লক্ষ্য দেখতে পাই। ওর দিকে নেপোটিজমের তকমা ছুঁড়ে দেওয়া অন্যায় এবং নিষ্ঠুরতা। ওর উৎসাহকে মেরে ফেলবেন না এবং শুরুর আগেই নীচে নামিয়ে দেবেন না”। যদিও এই টুইটের পর থেকেই নেটিজেনদের আক্রমণের কেন্দ্রবিন্দুতে পড়ে গিয়েছেন অভিনেতা।
I feel I should say this about #Arjun_Tendulkar. We frequent the same gym & I’ve seen how hard he works on his fitness, seen his focus to be a better cricketer. To throw the word ‘nepotism’ at him is unfair & cruel. Don’t murder his enthusiasm & weigh him down before he’s begun.
Advertisement— Farhan Akhtar (@FarOutAkhtar) February 20, 2021