
নিজস্ব প্রতিবেদন:-প্রায় দিন পাঁচেক কেটে গেলেও নিমতিতা বোমা বিস্ফোরণ কাণ্ডে এখনো পর্যন্ত কোন অপরাধীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। একাধিকবার ঘটনাস্থলে তদন্তের পরে কিছু নতুন সূত্র মিললেও অপরাধীর সন্ধান পাওয়া যায়নি।
গতকাল রবিবার নিমতিতা স্টেশনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ADG সিআইডি অনুজ শর্মা।এদিনও বেশকিছু বিস্ফোরকের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করার পর অনুজ শর্মা বলেন,”আমাদের টিম ভাল কাজ করছে। তদন্ত ঠিক দিকে এগোচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না”।
আরও পড়ুন-পাওয়া গেল কোকেন কাণ্ডে অভিযুক্ত পামেলা গোস্বামীর পার্লারের চাবি;তল্লাশি চালাচ্ছে পুলিশ!
এখনো পর্যন্ত তদন্তে উচ্চমানের বিস্ফোরকের উপস্থিতির জন্য গোয়েন্দারা এটিকে কোন জঙ্গি সংগঠনের কাজ হিসেবেই দেখছেন।তবে বিরোধী দল বা রাজনৈতিক উত্তেজনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।উল্লেখ্য গত বুধবার রাতে নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে গিয়ে বোমা হামলায় গুরুতর জখম হন মন্ত্রী জাকির হোসেন। আপাতত কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তার এবং অন্যান্য আহতদের।
2 Comments