আপনার কি 4 থেকে 8 বছরের সন্তান রয়েছে? জেনে নিন কি কি করনীয়! রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন:সন্তান জন্মের পর থেকে অভিভাবকদের নানান ধরনের দায়িত্ব পালন করতে হয়। এই দায়িত্ব গুলি সন্তানের পরবর্তী জীবনে নানান রকমের ভূমিকা বিস্তার করে থাকে।আজকের এই বিশেষ প্রতিবেদন এর মাধ্যমে আমরা জেনে নেবো বাচ্চাদের সাথে কিভাবে ব্যবহার করা উচিত বা কি রকম ভাবে ব্যবহার করলে সঠিক ভাবে একটি শিশুকে লালন-পালন করা সম্ভব!




প্রথমে একটি কথা জানিয়ে রাখি যে শিশুরা সব সময় অন্যদের অনুকরণ করতে পছন্দ করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যাপারগু-লি কে আমরা তাদের দুষ্টুমি বা কিউটনেস বলে চালিয়ে দিই। কিন্তু এটি একেবারেই ভুল। কারণ অনেক ক্ষেত্রেই এই দুষ্টুমি গুলো অনেক সময় দৃষ্টিকটু হয়ে ওঠে।তাই অবশ্যই প্রয়োজন অনুসারে শিশুকে অন্যকে অনুকরণ করা থেকে বিরত রাখার চেষ্টা করুন।




দ্বিতীয়ত শিশুকে সবসময় ভালো এবং মন্দ বিচার করতে শেখানোর চেষ্টা করুন। এতে খারাপ কাজ এবং ভালো কাজের মধ্যে পার্থক্য বুঝতে তার সুবিধা হবে। পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য কাজের জন্য তাকে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে দেওয়ার চেষ্টা করুন। এতে সে বিরক্ত হয়ে পড়বে না কিংবা কাজে মনোযোগী হবে না।




এছাড়াও লক্ষ্য রাখবেন যাতে শিশু নিজের ছোট ছোট কাজ নিজেই করে নিতে পারে। যার ফলস্বরূপ ছোটবেলা থেকেই সে পরনির্ভরশীল তৈরি হবে না।।শিশুরা কোনো রকম ভুল করে থাকলে বড়রা অনেক ক্ষেত্রেই তাকে মারধর করে থাকে। কিন্তু এটি একেবারেই উচিত নয়। কারণ এভাবে মারধর করলে শিশুরা অনেক সময় আরো অবাধ্য হয়ে ওঠে।




তাই ভালোভাবে তাকে দোষ গুণ বোঝানোর চেষ্টা করুন।।অনেক সময় সাধারণত শিশুদেরকে আমরা নানান ধরনের ভিডিও গেমস বা কম্পিউটারের সামনে বসে থাকার পরেও কিছু বলি না। কিন্তু দীর্ঘ সময় ধরে ভিডিও গেমস বা কম্পিউটারের সামনে সময় কাটালে অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটে এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়। তাই অবশ্যই শিশুদের এইদিকে বিশেষভাবে নজর রাখুন।




সবশেষে বলব শিশুদের শিক্ষার ব্যাপারে।অনেক ক্ষেত্রেই বাবা-মায়েরা শিশুদেরকে জোরজবরদস্তি ইঁদুর দৌড়ে পাঠানোর চেষ্টা করেন।মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি নজর রাখলে এটি একেবারেই উচিত নয়। কারণ সমস্ত কিছু ছেড়ে দিয়ে সবসময় প্রতিদ্বন্ধিতার মনোভাব নিয়ে শিশুদের লড়াই করানোর চেষ্টা করা একেবারেই উচিত নয়। প্রত্যেকটি শিশুকে নিজের মতো এগিয়ে যেতে দিন। তাকে অবশ্যই সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করুন এবং একজন সঠিক মানুষ করে তুলুন।











