








নিজস্ব প্রতিবেদন:-দুর্গাপূজো শেষ তার পাশাপাশি শেষ কালীপুজো। এবার শীতের আমেজ আসার পালা । কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন এবার শীত আসবে একটু অন্যরকম ভাবে । কেমন ভাবে আসতে পারে আপনাদের ধারণা না থাকে তাহলে জানিয়ে রাখি আপনাদের। প্রথমে বৃষ্টি হবে তারপরে হাড় কাঁপানো শীত পড়বে গোটা বাংলা জুড়ে ।




এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা এর আগে দেখেছিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে পুজোর প্রাক্কালে হতে পারে বৃষ্টি সে মত দু এক দিন পশলা বৃষ্টির দেখা মিলেছিল ঠিকই কিন্তু সম্প্রতি আরও একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।




আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সাগর এবং পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকার কারণে জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে। এর প্রভাবে সোমবার থেকে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে রাতের দিকে চেয়ে ঠান্ডা অনুভব হচ্ছিল তা আপাতত কয়েক দিনের জন্য স্থগিত থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। ইতিমধ্যে তারা জানিয়েছেন যে এরপর তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে নেমে যেতে পারে ।




আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এছাড়াও সোমবার এবং মঙ্গল বার হালকা বৃষ্টির দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা গুলির মাটিতে।উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলাগুলিতে বৃষ্টির দেখা মিলতে পারে।এছাড়াও আগামী সোমবার এবং মঙ্গলবার হালকা বৃষ্টি হতে চলেছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়া জেলায়।উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পাশাপাশি আগামী দুদিন আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর











