ঘন জঙ্গলে শূন্যে বিশাল লাফ দিয়ে উড়তে দেখা গেল হরিণকে! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :-প্রবাদ বাক্যে এমনটা শোনা যায় যে গল্পের গরু গাছে চরে ।কিন্তু এক্ষেত্রে গরু গাছে চরে বরং আকাশে ডানা ছাড়াই উড়েছে একটি হরিণ শাবক ।অবাক হলেন ? কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে । বন আধিকারিক এর দ্বারা শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি হরিণকে ডানা ছাড়া এ আকাশে উড়তে । কিভাবে এমনটা সম্ভব তা ভেবে কূলকিনারা পাচ্ছিনা নেটিজেনরা।




গভীর জঙ্গলের একাধিক ঘটনা মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয় । এই ভাইরাল হওয়া ঘটনাবলীর থেকে আমরা একাধিক তথ্য সংগ্রহ করতে পারি নিজেরা সচেতন হতে পারি এবং সামাজিকভাবে সচেতন করতে পারি অন্যদেরকে । পাশাপাশি এই সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে এমন কিছু ধরনের ঘটনা ভাইরাল যেগুলি সত্যিই অত্যন্ত বিরল যেমন এই ঘটনাটি।




সম্প্রতি টুইটারে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে একটি হরিণ শাবক জলাধার থেকে ছুটে রাস্তা পার করার চেষ্টা করছেন । কিন্তু রাস্তার এপার থেকে একটি লম্বা লাফ দিয়েছে এবং সেই লাফটা এতটাই জোরে দিয়েছে যে রীতিমতো মাটি থেকে কয়েক ফুট উচ্চতায় হরিণটি উঠে গিয়ে রাস্তা পার করেছে ।




যার ফলে আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে হরিণটি ডানা ছাড়া এ আকাশে উড়তে শুরু করেছে । অনেকেই সে ভিডিওটি দেখে কমেন্ট করেছে যে এত বড় লাভ দেওয়ার জন্য তাকে স্বর্ণ পদক দেওয়া হোক।
And the gold medal for long & high jump goes to…….@ParveenKaswan
Forwarded as received pic.twitter.com/iY8u37KUxB— WildLense® Eco Foundation 🇮🇳 (@WildLense_India) January 15, 2022











