
নিজস্ব প্রতিবেদন :-বিগত কয়েক দিন ধরেই চূড়ান্ত মূল্যবৃদ্ধি ঘটে চলেছে পেট্রোপণ্যের।প্রায় প্রতিদিনই লাগামছাড়া ভাবে বাড়ছে পাল্লা দিয়ে অন্যান্য দৈনন্দিন জিনিসের দাম। এই মূল্য বৃদ্ধির ফলে করোনা পরিস্থিতিতে মানুষের নাজেহাল অবস্থা। এরইমধ্যে মানুষকে আরো সমস্যা জর্জরিত করার জন্য চলতি মাসে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।
গতকাল মধ্যরাত থেকেই এই মূল্যবৃদ্ধির ফলে জীবনযাপন নিয়ে চিন্তায় রয়েছেন সাধারণ জনগণ। জানা গিয়েছে,২৫ টাকা মূল্য বৃদ্ধি হওয়ার ফলে এবার থেকে এলপিজি সিলিন্ডার পিছু ৮২০ টাকা ৫০ পয়সা ব্যয় করতে হবে গ্রাহকদের।প্রসঙ্গত উল্লেখ্য,এর আগে চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারিতেই আরো বার দুয়েক বেড়েছিল এলপিজি সিলিন্ডারের দাম।
আরও পড়ুন-সভা করার অনুমতি পেলেন না আসাদউদ্দিন ওয়েইসি;রাজনৈতিক জল্পনা তুঙ্গে।
প্রথমে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ভর্তুকিহীন ১৪ কেজি ২০০ গ্রাম এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয় ৭৪৫ টাকা ৫০ পয়সা।এরপর মাসের মাঝামাঝি অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ার ফলে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম হয় ৭৯৫ টাকা ৫০ পয়সা।ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে সেঞ্চুরির কাছাকাছি মূল্যে পৌঁছে গিয়েছে পেট্রোল-ডিজেল।উপরন্তু বাজেটের পর থেকেই ক্রমাগত দাম বাড়তে থাকায় কেন্দ্র সরকারের উপর না-খুশ দেশবাসী।