
নিজস্ব প্রতিবেদন: ভারতের সবথেকে পুরনো রাজনৈতিক দল কংগ্রেস অভিযোগ করেছে যে রাহুল গান্ধী সহ ৫ জন কংগ্রেস নেতার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। কংগ্রেস লাগাতার এই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে। কংগ্রেস অভিযোগ করেছে যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে রাহুল গান্ধী সহ কংগ্রেসের এই সমস্ত শীর্ষ নেতাদের টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।
কংগ্রেস অভিযোগ করেছে যে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ তারা অবশ্যই করবে, শীর্ষ নেতারা অভিযোগ করেছেন যে বিজেপি সরকার কণ্ঠরোধ করার চেষ্টা করে চলেছে।প্রসঙ্গত গত সপ্তাহে বুধবার দিল্লির ধর্ষিতা নাবালিকার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে গিয়ে তিনি নাবালিকার বাবা-মায়ের সাথে একটি ছবি পোস্ট করে বিতর্কের সাথে জড়িয়ে যান তিনি ।
আরও পড়ুন-হঠাৎ দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়
ধর্ষিতা নাবালিকার বাবা-মায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তার টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেয় টুইটার, এমনটাই অভিযোগ করেছে কংগ্রেস। বিজেপির মুখপত্র সম্বিত পাত্র অভিযোগ করেছিলেন যে নির্যাতিতার বাবা মায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পকসো আইনের ৭৪ নম্বর ধারা লঙ্ঘন করেছেন রাহুল গান্ধী। কিন্তু টুইটার জানিয়েছে যে রাহুল গান্ধীর অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়নি।
আরও পড়ুন-আগামী সেপ্টেম্বরের শেষে ৭ বিধানসভা কেন্দ্রে ভোটের সম্ভাবনা প্রবল
কংগ্রেস অভিযোগ করেছে যে কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় মাকেন , লোকসভার সদস্য মনিক্কম ঠাকুর, কংগ্রেসের মিডিয়া ইনচার্জ রনদীপ সূর্যেওয়ালা , এছাড়াও কংগ্রেসের মহিলা সভানেত্রী সুস্মিতা দেব, কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র সিং এর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে টুইটার।
The list goes on@Twitter locks @JitendraSAlwar and @manickamtagore and many more.
Doesn’t Modi Ji understand that we @INCindia‘ns have a legacy of fighting even from behind the locks of kaala paani?
He thinks the virtual locks of twitter will deter us from fighting for India??
— pranav jha (@pranavINC) August 11, 2021