অতিরিক্ত চুল পড়ে যাওয়া নিয়ে চিন্তায় আছেন? চুল পড়া রোধ করুন এই পদ্ধতিতে পেঁয়াজ ব্যবহার করে! রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন:-চুল পড়ে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া এমনকি অকালে দাঁত পড়ে যাওয়ার মতন সমস্যায় ভুগতে থাকছে তরুণ প্রজন্মের যুবক-যুবতীরা ।প্রতিনিয়ত দূষণ অনিয়মিত জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের ফলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে ।সমীক্ষা বলছে প্রায় 50 শতাংশেরও বেশি সংখ্যক যুবক-যুবতী এই সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত ।




কিন্তু এই সমস্যা থেকে আপনি ঘরোয়া পদ্ধতিতে রেহাই পেতে পারেন । যেটা হয়তো অনেকেই অবহেলা করে এবং সেটি হল পেঁয়াজ ।একদমই ঠিক শুনেছেন পেজের মাধ্যমে কিন্তু আপনি আপনার মাথা চুলকে আরো শক্ত মোটা এবং উজ্জ্বল করে তুলতে পারবেন।




তবে শুধুমাত্র পেয়াজকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রস নির্গত করে লাগিয়ে নিলেই হবে না বিশেষ কয়েকটি পদ্ধতি রয়েছে যা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি । এই পদ্ধতি অবলম্বন করুন । প্রথমে একটি পাত্রে বেশ কতগুলো পেঁয়াজ নিন এবং সেগুলো কি ছোট ছোট টুকরো করে কেটে নিন এরপর তার মধ্যে দিয়ে দিন তিন থেকে চারটি রসুনের কোয়া।




তারপর সেটিকে ব্লেন্ডারে ঢেলে দিন এবং তার মধ্যে 2 চামচ নারকেল তেল । এরপর ব্লেন্ডারে সমস্ত উপকরণ গু-লি কে ভালো করে ব্লেন্ড করে নিন।এরপর মিশ্রণটি তৈরি হয়েছে সেটিকে একটি আলাদা পাত্রে ঢেলে রাখুন এবং তার মধ্যে যোগ করে দেন দুই চামচ খাঁটি সরষের তেল ।তারপর গ্যাসের ওভেন এসে মিশ্রনটিকে ভালো করে নাড়তে থাকুন ।বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেবার পর দেখবেন তার আয়তন অনেকটা কমে এসেছে এবং এর বর্ণ সম্পূর্ণ কালো হয়ে গেছে ।




তখন গ্যাসের ওভেন বন্ধ করে দেবেন । এবং সমস্ত মিশ্রনটিকে একটি পাতলা কাপড়ের উপর ঢালবেন ।এরপর সেখান থেকে চাপ প্রয়োগ করে তার রস নির্গত করে নেবেন এবং সেটিকে আলাদা একটি যারে ধরে রাখবেন । প্রতিদিন স্নান করতে যাওয়ার ঘণ্টা আগে মাথার তালুতে ভালো করে সেই তেল মালিশ করবেন । তাহলেই মাত্র কয়েকদিনেই আপনি আপনার চুলের সমস্যার সমাধান থেকে মুক্তি পেতে শুরু করবেন











