








নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত বাড়তে থাকা রাজ্যের বুকে বেকারত্বের সংখ্যা নিয়ে নতুন করে বলার কিছু নেই ।কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে অর্থাৎ করোনা পরিস্থিতি কেটে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সাথে সাথে একাধিক নিয়োগ জারি করা হচ্ছে। কখনো সরকারি সংস্থা কখন আবার বেসরকারি সংস্থা গু-লি একাধিক নিয়োগপত্র জারি করেছে।




তবে সম্প্রতি খাদ্যসাথী প্রকল্পের আওতায় দুয়ারে রেশন প্রকল্প উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী দিনে 82 হাজার কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র এই প্রকল্পের আওতায়। খুশির আমেজে ভাসছে রাজ্যবাসী। এই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আগামী দিনে প্রায় 42 হাজার কর্মী নিয়োগ হবে এই দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে।




আমাদের রাজ্যে সর্ব মোট 21 হাজার টি রেশন দোকান রয়েছে এবং প্রত্যেকটি রেশন দোকানের দুইজন করে অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হবে। এবং প্রতিমাসে তাদেরকে 10000 টাকা করে মাইনে দিতে হবে। সেই মাইনের অর্ধেক টাকা দেবে রাজ্য সরকার এর ফলে বাংলা কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে অনুমান মুখ্যমন্ত্রীর।




তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আগামী দিনে প্রায় 10 কোটির বেশি রাজ্যবাসী বিনামূল্যে এই রেশন পরিষেবা গ্রহণ করতে পারবেন। এর আগে অনেকেই রেশন এর ডিলারশিপ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু টাকা পয়সার জন্য তারা এতদিন রেশন এর ডিলারশিপ নিতে পারেনি।




এবার তারা ডিলারশিপ নিতে পারবে মাত্র 1 লক্ষ 50 হাজার টাকা খরচ করে। দুয়ারে রেশন প্রকল্পে কমিশন থাকবে ডিলারদের। ডিলারদের কুইন্টাল প্রতি কমিশন বৃদ্ধি করা হবে। ডিলাররা নিজের গাড়িতে রেশন পৌঁছলে এক লক্ষ টাকা করে দেওয়া হবে।এসএমএস করে দিন জানানো হবে।500 মিটার পর পর গাড়ি দাঁড়াবে।গাড়ি থেকে রেশন নিতে হবে। আগে থেকে মানুষদের জানিয়ে দিতে হবে।











