লকডাউনে রেশন কার্ড নিয়ে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী! বিনামূল্যে রেশনের সঙ্গে পাবেন আরও অনেক কিছু! জানুন বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :-আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে ।অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই করার পর তবে দেওয়া হচ্ছে । এমনকি রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে প্রায় সব রাজ্যের । বহুদিন ধরে যে দাবি করে আসছিল অল ইন্ডিয়া স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার ।




কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে রেশন ডিলার গুলিকে এবং রেশন দোকান গুলিকে কমন সার্ভিস সেন্টারে পরিণত করা হবে ।পশ্চিমবঙ্গের 20 হাজার রেশন দোকান রয়েছে । ইতিমধ্যে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আলোচনা করেছে কেন্দ্রীয় সরকার । পাশাপাশি চিঠি পাঠানো হয়েছে রাজ্যগুলিকে ।




কেন্দ্রীয় সরকারের কাছে 2019 সালে রাজ্যের সমস্ত রেশন ডিলার রা আবেদন করেছিল রেশন দোকান গুলিকে কমন সার্ভিস সেন্টারে পরিণত করার জন্য ।এই কমন সার্ভিস সেন্টারে পরিণত হলে রেশন দোকানে গ্যাস সিলেন্ডার পাওয়া যাবে এমনটা দাবি ছিল তাদের ।




এবার স্বাধীনতা 75 বছর উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এবার থেকে রান্নার গ্যাস সিলেন্ডার পাওয়া যাবে রেশন দোকানে । অবাস্তব মনে হলেও বাস্তবতা রয়েছে অনেকখানি । পাশাপাশি আরও একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যাবে এই রেশন দোকান থেকে ।




রেশন দোকনকে ‘কমন সার্ভিস সেন্টার’ হিসেবে চালু করা হলে জনগণ রেশন পাওয়ার সাথে সাথেই রান্নার গ্যাস তো পাবেনই। এছাড়াও রেশন দোকান থেকে মোবাইলের রিচার্জ ও ইলেকট্রিক বিল দেওয়ার সুবিধা, ট্রেন ও বিমানের টিকিটও কাটার সুবিধা, ভোটার ও আধার কার্ডও তৈরির সুবিধা প্রভৃতি পরিষেবা মিলবে।




এই প্রসঙ্গে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অব ডিলার্স ফেডারেশন’-এর জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘‘আমরা গত কয়েক বছর ধরে রেশন দোকানে এ সব পরিষেবা শুরুর দাবি করে আসছিলাম।দেশজুড়ে রেশন ডিলারদের দাবি মেনে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেওয়ায় আমরা খুশি। আমরাও অতি দ্রুততার সঙ্গে এই পরিষেবা চালু করার বিষয়ে উদ্যোগী হব।’’











