রাতে ঘুমানোর আগে এই ছোট্ট তান্ত্রিক মা লক্ষী মন্ত্র একবার জপ করুন, ধীরে ধীরে আর্থিক সমস্যা কেটে আসবে সুসময়









আকাশ বার্তা অনলাইন ডেস্ক – অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষের জীবনে সব কিছু থাকলেও কার্যত সুখ শান্তি থাকেনা। মূলত অনেকেই অর্থ সংকটে পরে মানসিক অশান্তিতে ভোগেন আবার অনেকেই পর্যাপ্ত অর্থ আয় করলেও কোন কারনে তা সঞ্চয় করতে না পেরে মানসিক অশান্তিতে ভুগতে থাকেন। যার ফলে সংসার থেকে চলে যায় সমস্ত সুখ। এক্ষেত্রে যদি আপনিও দীর্ঘ দিন ধরে এহেন আর্থিক সমস্যায় জেরবার হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদন টি আপনার জন্যই।




কীভাবে মুক্তি পাবেন আর্থিক সমস্যা থেকে – যদি আপনি দীর্ঘ দিন যাবৎ এই সমস্যায় যেরবার হয়ে থাকেন সেক্ষেত্রে এই পরিস্থিতি থেকে আপনাকে মুক্তি দিতে পারে মা লক্ষী। হ্যা লক্ষী কে মূলত ধন ও সম্পত্তির দেবী হিসেবেই মানা হয়। মূলত সংসারের অর্থনৈতিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে অনেকেই বাড়িতে লক্ষী পুজো করে থাকেন। তবে এক্ষেত্রে আপনাকে পুজো করতে হবেনা। মূলত এই পরিস্থিতি থেকে রক্ষা দিতে পারে একটি অসাধারন তান্ত্রিক লক্ষী মন্ত্র।




তান্ত্রিক লক্ষী মন্ত্র পাঠ করার নিয়ম – দীর্ঘ অর্থকষ্ট দূর করতে দারুন কার্যকরী এই লক্ষী মন্ত্র পাঠ করার প্রথম নিয়ম হলো মনে ভক্তি।
●যদি আপনি মনে ভক্তি রাখেন এবং বিশ্বাস রাখেন তবেই এই মন্ত্র আপনার জন্য ফলদায়ী হবে। নচেৎ বিশ্বাসের সাথে এই মন্ত্র যপ না করলে হতে পারে ক্ষতি।
●রাতে শুতে যাওয়ার আগে যপ করতে হবে এই মন্ত্র।
●মন্ত্র যপ করতে যাওয়ার আগে সম্পুর্ন শুদ্ধ পোশাক পরতে হবে এবং ঐ শুদ্ধ পোশাক পরেই যপ করতে হবে মন্ত্র।
●মন্ত্র যপ করার সময় যেন মন্ত্রের প্রতিটি উচ্চারন সুস্পষ্ট হয় সেদিকে খেয়াল রাখুন।




তান্ত্রিক লক্ষী মন্ত্র – অসাধারন কার্যকরী এই লক্ষী মন্ত্রটি হলো –
ওম নম হ্রীং শ্রীং কিং শ্রীং ক্লীং শ্রীং
লক্ষী মম গৃহে ধনং চিন্তাদূরী করোতু স্বয়াহ











