








নিজস্ব প্রতিবেদন:দেশের সাধারণ জনগণের জন্য কেন্দ্রের একটি বড় উদ্যোগ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা।এই প্রকল্পের মাধ্যমে খুব সহজেই অনলাইন আবেদন করে আপনারা বাড়ি তৈরীর জন্য 3 লক্ষ 68 হাজার টাকা পেতে পারেন।




আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে এই প্রকল্পে অনলাইন প্রক্রিয়াতে আপনারা আবেদন করতে পারেন। প্রথমেই জানিয়ে রাখি এই প্রকল্পের সুবিধা পাবেন কারা।যাদের এখনো পর্যন্ত কোনো বাড়ি নেই কিংবা কাঁচা বাড়ি রয়েছে একমাত্র তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।




চলতি বছরের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন,”প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের জন্য 48 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে. আগামী দিনে এই যোজনার আওতায় 80 লক্ষ বাড়ির নির্মাণ কাজ শেষ করা হবে।




সরকার 2022 —2023 সালে গ্রামীণ শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ আরও বৃদ্ধি করবে। গ্রামীণ ও শহরের অঞ্চলের 60000 বাড়িকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হবে”।




এটি একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প। 2015 সালে কেন্দ্র সরকার এই প্রকল্প প্রথমবার চালু করেছিল।এই প্রকল্পে শুধুমাত্র ঘর তৈরি করার জন্য টাকা ও ভর্তুকি দেওয়া নয় অন্যান্য বিশেষ কিছু সুবিধাও দেওয়া হয়। এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে গুগল ক্রোম ব্রাউজারে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।




তারপর সিটিজেন অ্যাসেসমেন্ট নামক অপশনটিতে যেতে হবে। এরপর অনলাইন অ্যাপ্লিকেশন নামক অপশনে ক্লিক করতে হবে ।তারপর আপনাকে বাছাই করতে হবে যে আপনি কোন এরিয়াতে বসবাস করেন। অর্থাৎ বস্তি এরিয়া নাকি আলাদা কোন এরিয়া এই অপশনটা ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে ।




সেই পেজের মাধ্যমে আপনাকে সমস্ত তথ্য প্রদান করতে হবে। যেমন আপনার নাম জন্মতারিখ ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেইলস আধার কার্ডের নাম্বার ভোটার কার্ডের নাম্বার বাড়িতে কতজন সদস্য রয়েছে বর্তমান আপনি কোন অবস্থাতে রয়েছেন এই ধরনের তথ্যগুলি আপনাকে সেখানে প্রদান করতে হবে।




প্রদান করার পর সেখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটি রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দেওয়া হবে সেটা কে আপনি যত্ন সহকারে রেখে দেবেন। এরপর পুনরায় ক্রোম ব্রাউজারের প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট হোমপেজে চলে যাবেন।তারপর সেখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার বাড়ির কাজ কতদূর এগোল।











