
নিজস্ব প্রতিবেদন:-ইতিমধ্যেই রাজ্যজুড়ে শেষ পর্যায়ের নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। আর কয়েকদিন পরই নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত হবে ভোটের সময়কাল।
Advertisement
উল্লেখ্য এই বাহিনীর মধ্যে রয়েছেন সিআরপিএফ,সিআইএসএফ, ডিএসএস, এসএসবি, আইটিবিপি প্রমুখের জওয়ানরা। আপাতত আগাম বাহিনী হিসেবে রাজ্যে এসে পৌঁছেছে এই কেন্দ্রীয় বাহিনী।এদিন শনিবার সকালে কলকাতা স্টেশনে এসে পৌঁছায় চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যাদেরকে প্রধানত কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মোতায়েন করা হবে।
Advertisement
তবে তার আগে করোনা টিকাকরন করা হবে এই জওয়ানদের।এই বাহিনীর এক জওয়ান বলেন,’মানুষ যাতে নির্ভয়ে ভোটটা দিতে পারে তা নিশ্চিত করতে আমরা এসেছি। এর মধ্যে কোনও রাজনীতি নেই। অবাধ নির্বাচন করানোই আমাদের লক্ষ্য’।
Advertisement