
নিজস্ব প্রতিবেদন:-সম্প্রতি সোমবার বঙ্গ সফরে এসে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের উদ্বোধন এর ফলে প্রায় 10 বছরের প্রতীক্ষার অবসান হয় মানুষের। কিন্তু উদ্বোধনের পর থেকেই এই প্রকল্পকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক জল্পনা। এদিন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেন 10 বছর আগেই এই প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অর্থাৎ এই প্রকল্পতে কোন অংশেই হাত নেই কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।বিশেষত নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর এই কৃতিত্ব মানতে নারাজ শাসক দল।উল্লেখ্য এই মেট্রো প্রকল্পের উদ্বোধনের আগে ডানলপ ময়দানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী রাজ্যবাসীকে উদ্দেশ্য করে বলেন,”পরিকাঠামোয় বিনিয়োগ করে বিশ্বে বহু দেশ দারিদ্রমুক্ত হয়েছে। কিন্তু কয়েক দশক ধরে ভারতে পরিকাঠামোয় বিনিয়োগ হয়নি।
এবার কেন্দ্রীয় সরকার পরিকাঠামোয় নজর দিয়েছে। সেজন্যে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে আসা। মেট্রো রেলে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে”। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এদিন একটি টুইটে জানান,’বাংলায় নতুন রেলপথের সূচনা করেছেন বলে দাবি প্রধানমন্ত্রীর। 2011 সালের 25 ফেব্রুয়ারিই রেল বাজেটে বরাদ্দ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিস্টার টেলিপ্রমটারের মিথ্যা ফাঁস করে দিয়েছে পিআইবি-র তথ্য’।