
নিজস্ব প্রতিবেদন:-বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিক্ষিপ্ত অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। কোথাও দলীয় কর্মীদের বিশৃঙ্খলা আবার কোথাও দুর্নীতির অভিযোগ প্রায় প্রতিদিনই সামনে আসছে। সম্প্রতি আরেকবার প্রার্থী বদলকে কেন্দ্র করে উত্তপ্ত হতে দেখা গেল মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকা।
উল্লেখ্য নির্বাচনী প্রাক্কালে মুর্শিদাবাদের পরিস্থিতি রাজ্যের অন্যান্য অংশের তুলনায় অনেকটাই অশান্ত। এদিন সাগরদিঘি এলাকায় পঞ্চায়েত সমিতির সভাপতি রেজাউল ইসলাম ও দলের ব্লক সভাপতির অনুগামীরা প্রার্থী বদল এর দাবিতে জোর প্রতিবাদ মিছিল চালায়।
আরও পড়ুন-বাম-কংগ্রেস জোটের ‘টুম্পা সোনা’ গানকে জোর কটাক্ষ বিজেপির!বাড়ছে রাজনৈতিক তরজা।
প্রসঙ্গত উল্লেখ্য মালদা, মুর্শিদাবাদ প্রভৃতি এলাকার বেশিরভাগ আসনই এখনো পর্যন্ত রয়েছে বাম কংগ্রেসের দখলে। কিছুকাল আগে শাসক দলের সামান্য অস্তিত্ব দেখা গেলেও বর্তমানে অবস্থা আবারো সেই তিমিরে। সম্প্রতি গতকাল প্রার্থী বদলের দাবিতে মিছিলে কর্মকর্তারা দাবি করেন, এলাকার বিধায়ক সুব্রত সাহা ‘বহিরাগত’।উনি থাকেন বহরমপুরে। ফলে কখনোই প্রয়োজনে তাকে পাশে পাওয়া যায় না।এই কারনে এলাকার কোনো নেতৃত্বকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ চালান তারা।