28 ও 29 শে মার্চ দেশব্যাপী ধর্মঘটের ডাক! বন্ধ থাকবে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান!









নিজস্ব প্রতিবেদন:দেশব্যাপী ধর্মঘটের কারণে আগামী দুদিন ব্যাহত হতে চলেছে ব্যাংক পরিষেবা। প্রসঙ্গত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির একটি যৌথ ফোরাম সরকারি নীতির প্রতিবাদে আগামী 28 ও 29 শে মার্চ দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে।সম্প্রতি মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর একটি সভা অনুষ্ঠিত হয়েছিল।




সেখানেই এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই সড়ক পরিবহন এবং বৈদ্যুতিক কর্মীরা এই ধর্মঘট কে সমর্থন জানিয়েছে। একটি বিবৃতি থেকে জানা যাচ্ছে, ব্যাংকিং ও বিমা এবং আর্থিক খাতগুলিও এই ধর্মঘটে অংশ নিতে চলেছে। ইতিমধ্যেই ট্রেড ইউনিয়নগুলোর তরফ থেকে কয়লা ইস্পাত, টেলিকম, আয়কর ব্যাংক এবং বীমা সংস্থাগুলোকে নোটিশ পাঠানো হয়েছে।




শুধুমাত্র শ্রমিক শ্রেণীর ওপর তীব্র আক্রমণ নয় বিগত বেশ কিছুদিন ধরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির খারাপ অবস্থা এবং শেয়ারবাজারের বিপর্যয় নিয়ে ট্রেড ইউনিয়নের ওই সভায় আলোচনা করা হয়।




এই প্রত্যেকটি পরিস্থিতির নিন্দা করে আগামী 28 এবং 29 শে মার্চ ধর্মঘটের কথা বলা হয়। কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতির বিরোধিতায় রাজ্য স্তরের ইউনিয়নগুলিও এই ধর্মঘটে যোগ দিতে পারে বলে জানা যাচ্ছে।




পাশাপাশি সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন সেন্টারসহ আরো বেশ কিছু সংগঠনও এই ধর্মঘটে সামিল হতে পারে বলে মনে করা হচ্ছে।




ইতিমধ্যেই সমাজের সমস্ত অংশকে এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাই স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়তে পারে ব্যাংকিং পরিষেবার উপর। সেক্ষেত্রে অবশ্যই কোনো রকমের আর্থিক লেনদেন সংক্রান্ত কাজ থাকলে তা আগে থেকেই সেরে ফেলার চেষ্টা করুন।











