








নিজস্ব প্রতিবেদন :-প্রতিনিয়ত বাড়তে থাকায় মূল্যবৃদ্ধির বাজারে কিন্তু এই ঘটনাটা আপনাকে অবাক করবে। প্রত্যেকটা জিনিসের দাম এখন ঊর্ধ্বমুখী ।রান্নার গ্যাস হতে পারে পেট্রোল ডিজেল হতে পারে সর্ষে তেল হতে পারে বা আদা রসুন পেঁয়াজ হতে পারে। তার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে স্মার্টফোনের দাম এবং চাহিদা। কিন্তু আজকের এই প্রতিবেদনের মাধ্যমে যে খবরটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা নিশ্চিত করবে ।




কখনো কি আপনি শুনেছেন যে মাত্র হাজার টাকা থেকে ফোরজি স্মার্টফোন পাওয়া যাবে আমিও শুনিনি কিন্তু সম্প্রতি এমন একটি দোকানের খোঁজ পাবেন সেখানে এ ধরনের মোবাইল পাওয়া যাচ্ছে আসুন জেনে নেব আমরা বিস্তারিত তথ্য প্রতিবেদনের মাধ্যমে।।
2G ফোনগুলি আগেকার দিনে পাওয়া যেত চড়া দামে ।কারণ তখন সবে বাজারে নেমে এসে মুঠোফোন। সময়ের সাথে সাথে এর চেহারা পাল্টে যেতো থাকে। এবং 2G থেকে আস্তে আস্তে 3G,4G তে পৌঁছায় স্মার্টফোন। তার সাথে সাথে উন্নত হয়েছে ফোনের বিভিন্ন সুবিধা অর্থাৎ ফিচারস গুলো।তবে শুধুমাত্র ফোনের কথা চিন্তা করলে হবে না তার পাশাপাশি চিন্তা করতে হবে দামের কথা বর্তমানে যে হারে বেড়ে চলেছে স্মার্টফোনের চাহিদা তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর মূল্য কিন্তু আপনার যদি এমনটা বলা হয় যে আপনি একদম হোলসেল প্রাইস পেয়ে যাবেন স্মার্টফোন ।




এমনকি হাজার টাকা পেয়ে যেতে পারেন 4g স্মার্টফোন তাহলে কি আপনি অবাক হবেন না কিন্তু অবাক হওয়ার কোনো অবকাশ নেই ।বর্তমানে এমন একটি দোকানে সন্ধান পাওয়া গেছে যেখানে আপনি একদমই কম দামে পাবেন একদম নতুন ফোন।
বসিরহাট মবিসেল নামক একটি দোকানে সন্ধান পাওয়া গেছে যেটি বসিরহাট বাসস্ট্যান্ডের একদম সন্নিকটে অবস্থিত। এই দোকানের আপনি পেয়ে যাবেন আধুনিক ধরনের সমস্ত রকম স্মার্টফোন। তার পাশাপাশি প্রত্যেকটি ফোনের বৈধ কাগজপত্র থাকবে। এমনকি প্রতিটি মোবাইলের সাথে দেওয়া হবে বক্স। দোকানদারের কথা অনুসারে মনটা জানা যাচ্ছে যে বক্স ছাড়া মোবাইল সেল বা রিপ্লেস হবে না। যদি কোনো কারণে মোবাইলটি কেনার পর আপনার মনে হয় যে সেটি ত্রুটিযুক্ত তাহলে আপনি সেটি তৎক্ষণাৎ সেখানে ফেরত দিতে পারেন ।




পরিবর্তে আপনাকে যে মোবাইল নিতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই ।চাইলে আপনি টাকা ফেরত নিয়ে যেতে পারেন ।সেই দোকানদারের কথা অনুসারে এখানে রিয়েলমি থেকে শুরু করে ওয়ানপ্লাস থেকে শুরু করে একাধিক যাবতীয় নামি দামি সেট রয়েছে কিন্তু একদমই হোলসেল প্রাইস এ । 1000 টাকা থেকে শুরু হয়েছে 4G স্মার্টফোন অর্থাৎ আপনি বুঝতে পারছেন ঠিক কতটা কম দামে পাওয়া যাচ্ছে স্মার্টফোন এই দোকানে। অতি অবশ্যই আপনি একবার ঘুরে যেতে পারেন যদি মনে করেন যে আগামী সময় একটি স্মার্টফোন কিনবেন। নিচে দেওয়া নাম্বারে আপনি বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।
ফোন নাম্বার:- 7908967952











