








নিজস্ব প্রতিবেদন:-প্রতিনিয়ত ও টেলিকম সংস্থাগু-লি তাদের রিচার্জ এর মূল্য বাড়িয়ে চলেছে ।কিন্তু নজির গড়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড ।অন্যান্য টেলিকম সংস্থা গুলি যেমন রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোন রিচার্জ এর মূল্য 25% বৃদ্ধি করেছে সেখানে কিন্তু বিএসএনএল একদমই কম মূল্যে সাশ্রয়ী অফার জারি করেছে । যেগুলি 200 টাকা বা তার কম দামে। এক নজরে দেখে নেওয়া যাক সেই প্ল্যান গু-লি কি কি ।




এক্ষেত্রে প্রথমেই ৯৯ টাকার বিএসএনএল প্রিপেইড প্ল্যানের কথা বলে যেতে পারে। কোনোরকম ডেটা ও এসএমএস বেনিফিট ছাড়া উপলব্ধ এই প্ল্যান রিচার্জ করলে টানা ২২ দিন আনলিমিটেড ভয়েস কল করার ছাড়পত্র মিলবে।এরপর ১১৮ টাকার প্রিপেইড প্ল্যানের। যার বৈধতা । ২৬ দিনের । এই প্ল্যান দৈনিক ০.৫ জিবি ডেটা খরচ এবং আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা প্রদান করবে।




এছাড়া এটি বেছে নিলে বিনামূল্যে পিআরবিটি পরিষেবা উপভোগের সুফল মিলবে।এরপর ১৪৭ টাকার বিএসএনএল প্রিপেইড প্ল্যানের কথা বলা যাক। ৩০ দিন পরিষেবা মেয়াদের সঙ্গে হাজির এই প্ল্যান অফুরন্ত ভয়েস কল করার সুবিধার সাথে এককালীন ১০ জিবি ডেটা ও পিআরবিটি পরিষেবা উপভোগের সুফল প্রদান করবে।




এরপর আসছে 187 এর অঞ্জার বৈধতা 28 দিন। প্রতিদিন 2 জিবি করে ডাটা পাবেন আপনারা ।পাশাপাশি পাবেন 100 টি করে এসএমএস এর সুবিধা। এছাড়া আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা ।











