








আকাশবার্তা অনলাইন ডেস্ক: রিলায়েন্স বাজারে তাদের 4G সিম জিও লঞ্চ করার বেশ কিছুদিন পরেই লঞ্চ করেছিল জিও ফিচার ফোন। যা টাইপিং সেট হলেও তাতে ব্যবহার করা যায় হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ সমস্ত জিও অ্যাপও।তবে এবার ফিচার ফোন নয়। জিও বাজারে এনেছে তাদের নতুন স্মার্টফোন জিও ফোন নেক্সট। যা মূলত গুগলের সাথে সংযুক্ত হয়ে তৈরি করেছে জিও। এই স্মার্টফোনে থাকবে গুগলের নতুন অপারেটিং সিস্টেম “প্রগতি ” এবং কোয়ালকমের প্রসেসর। এই ফোন ভারতে বিক্রি শুরু হতে চলেছে দীপাবলির দিন। তবে প্রি বুকিং শুরু হয়েছে এই ফোনের।




জিও ফোন নেক্সট বুকিং প্রসেস:মোট তিনটি উপায়ে আপনি জিও ফোন নেক্সট বুক করতে পারবেন। তা হল-
১. www.jio.com/next এই লিঙ্কে গিয়ে আপনি সহজেই অনলাইনে বুক করতে পারবেন জিও ফোন নেক্সট।
২. আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জিও ফোন নেক্সট বুক করতে পারবেন। এর জন্য আপনাকে ৭০১৮২৭০১৮২ এই নাম্বারে “HI” লিখে পাঠাতে হবে।
৩. Jiomart ডিজিটাল রিটেল স্টোরে গিয়েও আপনি এই ফোন বুক করতে পারবেন। ভারত জুড়ে প্রায় ৩০ হাজারটি জিও ডিজিটাল রিটেল স্টোর রয়েছে।




জিও ফোন নেক্সট ফিচার:১. এই ফোনে রয়েছে ৫.৪৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ গোরিলা গ্লাস প্রোটেকশন।
২. এই ফোনে কোয়ালকমের কোয়াডকোর কিউ এম ২১৫ প্রসেসর রয়েছে।
৩. এই ফোনে রয়েছে ২ জিবি ram এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরি। তবে ৫১২ জিবি মেমোরি এক্সটেন্ড করতে পারবেন।
৪. ১৩ এমপি রিয়ার ক্যামেরা এবং ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা সহ এই ফোন আপনি পাবেন।
৫. এই ফোনে রয়েছে ৩৫০০ mAh ব্যাটারি।











