








নিজস্ব প্রতিবেদন:-সম্প্রতি রিলায়েন্স জিও গুগলের সাথে মিলিত ভাবে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে ভারতীয় বাজারে। দীপাবলীর দিন এই স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে ভারতের বাজারে যার নাম হচ্ছে রিলায়েন্স জিও নেক্সট এই স্মার্টফোনে থাকছে একাধিক আধুনিক ফিচারস যা অন্যান্য বাকি সকল স্মার্টফোনের তুলনায় অনেকটাই বেশি ।পাশাপাশি এর দাম সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের কথা চিন্তা করে রাখা হয়েছে। এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে মাত্র 6499 টাকা।




তবে এমন টা বলতে হয় যে স্মার্টফোন আপনাকে স্মার্টফোন কিনতে সাহায্য করবেন ব্যাপারটা বোধগম্য হলো না নিশ্চয়ই? একটু পরিষ্কার করে বলা যাক ।এবার থেকে আপনি কোন রিটেল স্টোর বা অনলাইন ছাড়া শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই জিও ফোন নেক্সট বুকিং করতে পারবেন তাও আবার মাত্র 300 টাকা তে ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও এমনই জানানো হয়েছে সংস্থার তরফ থেকে ।কিভাবে বুক করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ফোনটি জেনে নিন এক নজরে।




হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিও ফোন নেক্সট বুকিং করার জন্য আপনাকে “Hi” লিখে ম্যাসেজ পাঠাতে হবে 7018270182 এই নাম্বারে। এরপর নির্দিষ্ট পন্থা মেনে বুকিং শেষ করতে হবে এবং তারপর আপনার নিকটবর্তী জিও মার্ট রিটেলিং স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন এই JioPhone Next।এর দাম 6499 টাকা রাখা হলো মাত্র 1999 টাকা ডাউন পেমেন্ট করা আপনি কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারেন এই স্মার্টফোনটি।




পাশাপাশি প্রসেসিংয়ের জন্য আরও অতিরিক্ত 501 টাকা ধার্য করা হয়েছে অর্থাৎ সর্বমোট 2500 টাকা দিয়ে কিন্তু আপনি যেতে পারেন এই ফোনটিতে এবং বাকি টাকা ইএমআই এর মাধ্যমে 18 বা 24 মাসের মধ্যে পরিশোধ করে দিতে পারেন।











