নিজস্ব প্রতিবেদন: বাংলার মাটিতে নিজেদের বাঁধন আরো দৃঢ় করার লক্ষ্যে সর্বশক্তি দিয়ে নিজেদের নিয়োজিত করেছে বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা বারবার ছুটে আসছেন বাংলার মাটিতে। যেকোনো মূল্যে তৃণমূলের হাত থেকে বাংলাকে ছিনিয়ে নিতে বদ্ধপরিকর তারা। বাংলার আকাশে-বাতাসে টানটান উত্তেজনা এই নির্বাচনকে ঘিরে। চারটি দফার ভোট সম্পন্ন হয়ে গিয়েছে। এখনো বাকি রয়েছে চারটি দফা।
রাজ্যের জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে বিক্ষিপ্ত অশান্তি। নির্বাচন কমিশন তৎপর বাংলার বুকে শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যে। কিন্তু কোথাও কিছু খামতি থেকে যাচ্ছে। বেশকিছু জায়গাতেই ভোটের আবহে অশান্তির উদ্রেক হয়েছে। বিজেপির শীর্ষ নেতারা এবারে আত্মবিশ্বাসের বলে বলীয়ান হয়ে বলছেন, বাংলার বুকে এবার তাদের সরকার গঠিত হবে।
আরও পড়ুন-করোনায় আক্রান্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আক্রান্ত হলেন অখিলেশ যাদবও।
এদিকে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র করে ক্রমাগত কাদা ছোঁড়াছুঁড়ি হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। এই পরিস্থিতিতে বেলঘরিয়ায় কামারহাটি বিধানসভা আসন এর তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী মদন মিত্র কে জয় শ্রীরাম স্লোগান দিল বিজেপি কর্মী সমর্থক রা। রোড শো করবেন শুভেন্দু অধিকারী এই কর্মসূচি স্থির হয়েছিল।
তারপরই বিটি রোডে এসে উপস্থিত হয় মদন মিত্রের গাড়ি। মদন মিত্রের গাড়ি দেখতে চাই উপস্থিত বিজেপি কর্মী সমর্থক রা উল্লাসে জয় শ্রীরাম বলে স্লোগান দিতে থাকেন। কিন্তু তাদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে চলে যান মদন মিত্র।
এই প্রসঙ্গে মদন মিত্র কটাক্ষ করে বলেছেন, “বর্ষাকালে ময়ূর পেখম তুলে নাচে, তেমনি বিজেপি কর্মীরাও আমাকে দেখে নাচতে শুরু করে দিয়েছে। তবে এতে আমার কোন খারাপ লাগেনি।”