স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই বড় খবর! ATM থেকে টাকা তোলায় আসছে নতুন নিয়ম! জেনে নিন বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন:-নতুন বছরের শুরুতে একাধিক নিয়ম জারি করেছে ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে সতর্ক করে । এমন কিছু ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে গ্রাহকদের পক্ষে থাকে ।তবে সম্প্রতি প্রতারকদের আমাদের আশেপাশে বেড়েই চলেছে এবং প্রতারণার শিকার হচ্ছে প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ ।তাই এই ঘটনা সম্পূর্ণ রকম ভাবে বন্ধ করার জন্য নতুন নিয়ম জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।




স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কথা অনুসারে বা নির্দেশিকা অনুসারে এমনটা বলা যেতেই পারে যে এখন থেকে শুধুমাত্র এটিএম কার্ড এবং গোপনীয় পিন দিয়ে দিলেই টাকা আসবে না ।তার পাশাপাশি ব্যাংকের সাথে রেজিস্টার্ড করার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ।




সেই ওটিপি ভেরিফাই করার পর তবেই এটিএম আপনাকে টাকা দেবে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমনটা মনে করছে যে এই ব্যবস্থার ফলে অনেকটা প্রতারণা বা জালিয়াতি কমানো সম্ভব হবে।তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে এটি কেবল মাত্র এসবিআই এর এটিএম এ এসবিআই এর এটিএম কার্ড বা ডেবিট কার্ডের জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে অন্য কোন ব্যাংকের এটিএম হলে লাগবেনা কোন ওটিপি।




এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি স্টেট ব্যাংকের গ্রাহক হওয়ার পর কত টাকা সর্বোচ্চ বিনা ওটিপি মাধ্যমে তুলতে পারবেন ।সে অর্থে আপনাদেরকে জানিয়ে রাখা ভাল যে আপনি সর্বোচ্চ 9990 টাকা বিনা ও টিপ এর মাধ্যমে তুলতে পারবেন। 10000 টাকা বা তার বেশি লেনদেন করার ক্ষেত্রে ওটিপি লাগবে না ।এই ওটিপি নিয়ম প্রতারকদের টিকাকরণ হিসেবে গণ্য করা হবে বলে মনে করা হচ্ছে কোনো প্রতারকরা কোন রকম ভাবে আর জালিয়াতি করে অন্যের টাকা তুলে নিতে পারবে না বলেই অনুমান করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।











