বাইক বা স্কুটিচালকদের জন্য বড় খবর! আরও কড়া হল ট্রাফিক আইন! বাড়লো জরিমানার পরিমান!









নিজস্ব প্রতিবেদন:-প্রতিনিয়ত বেড়েই চলেছে পথ দুর্ঘটনার সংখ্যা ।এমতাবস্থায় দাঁড়িয়ে পথ দুর্ঘটনা সংখ্যাকে কোনরকম ভাবে কমানো সম্ভব হচ্ছেনা রাজ্য সরকারের তরফ থেকে । যদিও ট্রাফিক নিয়ম এর একাধিক পরিবর্তন করা হচ্ছে সময়ের সাথে সাথে ।কিন্তু তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না ।




এতদিন পর্যন্ত সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে জরিমানার পরিমাণ অত্যন্ত কম করা হলেও বর্তমানে তা বৃদ্ধি পেয়েছে প্রায় 10 গুণ এবং এটি হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে পথ দুর্ঘটনা অনেকটা কমানো যায় । নতুন ট্রাফিক আইন জারি করল রাজ্য সরকার কি কি সেগুলো দেখে নিন এক নজরে ।




দুই চাকা গাড়ির ক্ষেত্রে:-
১) যদি হেলমেট ছাড়া স্কুটার বা মোটরসাইকেল চালালেই ১,০০০ টাকা জরিমানা দিতে হবে।
২) কোনো নিস্তব্ধ জায়গায় হর্ন বাজানোর জন্য ২,০০০-৪,০০০ টাকা জরিমানা ধার্য করা হবে।




৩)সব মিলিয়ে ট্রাফিক আইন ভঙ্গের মোট ২৬টি আলাদা ক্ষেত্রকে জরিমানা বৃদ্ধির আওতায় এনেছে রাজ্য পরিবহণ দপ্তর।
চারচাকা গাড়ির ক্ষেত্রে:-
১)গাড়ি চালানোর সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানার পরিমাণ ৫০০ টাকা থেকে এক লাফে ৫,০০০ টাকা করা হয়েছে।




২)রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালালে হবে ৪,০০০ টাকার অর্থদণ্ড, পূর্বে যা ছিল ৪০০ টাকা।
৩)রাস্তায় চলাচলের বিধি ভঙ্গ করলেই গুনতে হবে ৫০০ – ১,০০০ টাকা।




৪)এছাড়া গাড়ির বীমা শেষ অথবা রাস্তায় অন্য গাড়ির সাথে টক্কর নিলেই খসাতে হবে যথাক্রমে ২,০০০ টাকা ও ৫,০০০ টাকা।
৫) আবার যদি কোনো গাড়ির রাস্তায় চলার অনুমতি পত্র না থাকে সে ক্ষেত্রে জরিমানা করা হবে ১০,০০০ টাকা এবং গাড়ির নিবন্ধীকরণ না হয়ে থাকলে চোকাতে হবে কড়কড়ে ৫,০০০ টাকা।











