নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত সারদা মামলায় অব্যাহতি পেলেন দেবযানী মুখোপাধ্যায়। প্রসঙ্গত এই মামলায় মূল অভিযুক্ত ছিলেন তিনজন। এর মধ্যে ছিলেন কুণাল ঘোষ, সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়।
কুণাল ঘোষ ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। অপরদিকে দেবযানীর অভিযোগ সিবিআই ইচ্ছে করে তার জামিনে বাধা দিচ্ছে। তবে শেষমেশ এদিন দেবযানীর জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি।
কিন্তু তিনি জেল থেকে সম্পূর্ণরূপে ছাড়া পাবেন কিনা তাতে সন্দেহ রয়েছে। কারণ,অসমে তাঁর বিরুদ্ধে সিবিআই ও ইডির মামলা রয়েছে। ভুবনেশ্বরেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। জামিনের পর এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি দেবযানী মুখোপাধ্যায়।