নিজস্ব প্রতিবেদন: বিজেপি প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার জনসভা করে চলেছেন বাংলার মাটিতে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির অধ্যক্ষ জে পি নাড্ডা সহ তাবড় তাবড় নেতারা বাংলার মাটিতে জনসভা করেছেন। যেকোনো মূল্যে নবান্নের সিংহাসন হাসিল করতে বদ্ধপরিকর বিজেপি। এদিকে বাংলার মাটি আরো দৃঢ় ভাবে ধরে রাখতে চাইছে তৃণমূলও।
মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন তিনি এক ইঞ্চিও জমি ছাড়বেন না বিজেপিকে। এদিকে বাংলার বুকে বিজেপিকে জেতানোর একাই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার ইতিহাসে এই প্রথম, ভারতের প্রধানমন্ত্রী বারবার ছুটে আসছেন বাংলার মাটিতে।আজ বর্ধমানের জনসভায় এসে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই জনসভা থেকে তিনি তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলকে। তিনি বলেছেন,”বর্ধমানের দুটি জিনিস খুব বিখ্যাত ।
আরও পড়ুন-শীতলকুচি তে নিহতদের পরিবারের সাথে ভিডিও কলে কথা বললেন মুখ্যমন্ত্রী। দিলেন পাশে থাকার আশ্বাস।
একটা ধান, আর দ্বিতীয় মিহিদানা। আপনার ভাষা, আপনার ব্যবহার, এখানকার খাওয়া দাওয়া সবকিছুই ভরপুর মিষ্টি । কিন্তু আপনারা বলুন দিদির বর্ধমানের মিহিদানা কি পছন্দ নয় ? কেননা এত তিক্ততা উনি কোথা থেকে আনেন ? তার এত ক্রোধ, রাগ, দিনদিন বেড়েই যাচ্ছে। জানেন কেন? আমি বলছি। কেননা বাংলায় হওয়া অর্ধেক নির্বাচনে আপনারা তৃণমূলকে সাফ করে দিয়েছেন।
অর্থাৎ অর্ধেক নির্বাচনেই টিএমসি পুরো সাফ হয়ে গিয়েছে। বাংলার জনতা চারটি দফায় এতই চার ছক্কা মেরেছে যে বিজেপি সেঞ্চুরি করে ফেলেছে। যে আপনাদের সাথে খেলা করার চিন্তা ভাবনা করছিলো এবার তাদের সাথেই খেলা হবে। নন্দীগ্রামে বাংলার মানুষ দিদিকে ক্লিন বোল্ড করে দিয়েছে।”