খুলে যাচ্ছে বেলুড় মঠ;জানুন বিস্তারিত।

নিজস্ব প্রতিবেদন:-করোনা সংক্রমণ এখন প্রায় অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার দুইই এখন অনেক কম। দেশ এবং রাজ্য নির্বিশেষে জোরকদমে চলছে টিকাকরণ কর্মসূচি।এখনো পর্যন্ত এই টিকাকরণ এর জেরে বিশেষভাবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
তাই প্রায় ৭ মাস পর আগামীকাল অর্থাৎ বুধবার থেকে ফের বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানা গিয়েছে,সকালে সাড়ে ৮টা থেকে ১১টা আর বিকেলে সাড়ে ৩টে থেকে ৫টা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।তবে অবশ্যই মেনে চলতে হবে সমস্তরকম করোনা বিধি। দর্শনার্থীদের অবশ্যই মাস্ক পড়তে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
আরও পড়ুন-রাজ্যজুড়ে কমছে করোনার সংক্রমণ,স্বস্তি সাধারণের!
তবে এখনই সন্ধ্যারতী দেখতে পারবেন না ভক্তরা। উল্লেখ্য সংক্রমণবৃদ্ধির জেরে গত বছর জুন মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল বেলুড় মঠ।তারপর প্রায় ৭ মাস পর আবারো খুলছে বেলুড় মঠ। স্বভাবতই এই সিদ্ধান্তে খুশি হয়েছে ভক্তকুল। অপরদিকে তারকেশ্বরের মন্দির খুলে দেওয়া হয়েছিল অনেক আগেই। কিন্তু গর্ভগৃহে ঢোকার জন্য ছিল নিষেধাজ্ঞা।সম্প্রতি এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হল।
2 Comments