“জানোয়ার,শালা অপদর্থের দল!” – বাড়িতে ভিডিও করতে আসায় ইউটিউবার যুবককে বাজে বাজে গালাগালি দিলেন রানু মন্ডল! তুমুল ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে মুখ্য ভূমিকা পালন করে থাকে।অল্প সময়ের মধ্যে কোন কিছু ভাইরাল করা হোক কিংবা কাউকে প্রচারের আলোকে নিয়ে আসা সব কিছুতেই এগিয়ে নেট মাধ্যম।কয়েক বছর আগে এই নেট মাধ্যমের সাহায্যে ভাইরাল হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল।স্টেশনের বসবাসকারী এই মহিলা অসাধারণ কন্ঠে গান গাইতেন।




এক ইঞ্জিনিয়ার তার এই গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে বলিউডের বেশ কয়েকটি অ্যালবামের গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন রানু। কিন্তু অচিরেই কালের নিরিখে তিনি হারিয়ে যান। বিশেষত তার অহংকার পূর্ণ কথাবাত্রা মানুষের মনে তার জায়গা কমিয়ে দিতে থাকে।




বর্তমানে গানের জগতের সঙ্গে বিশেষভাবে যুক্ত না থাকলেও মাঝেসাজেই ইউটিউবারদের সংস্পর্শে আসেন রানু। সম্প্রতি একজন ইউটিউবার কে প্রকাশ্যেই অপমান করলেন এই গায়িকা। নেট মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন যুবক মিলে রানু মন্ডল এর বাড়িতে গিয়েছিলেন।




সেখানে তারা ভিডিও কলের মাধ্যমে এক মহিলার সঙ্গে কথা বলান রানুদির। সেই মহিলা রানুদি কি খেতে ভালোবাসেন তা জিজ্ঞেস করেছিলেন। যুবকটি ফোনটি সামান্য উঁচুতে ধরে থাকায় ওই মহিলাকে ঠিক ভাবে দেখতে পাচ্ছিলেন না রানু মন্ডল। এমতাবস্থায় আচমকাই ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি।




এমনকি রাগে ওই ইউটিউবার কে তুই তোকারি করতে শুরু করে দেন রানু মন্ডল। এমনকি তাদেরকে পুরুষ তাদের লজ্জা, অপদার্থ জানোয়ারের দল বলেও অপমান করতে শুরু করেন। রানুদির কথায় কেউ তাকে মাস্ক এনে দেয় না, খাবারের ব্যবস্থা তো দূরে থাক। নেট মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই আবারো অনেকেই রানু মন্ডল এর সমালোচনায় মুখর হয়ে উঠেছেন।।











