








নিজস্ব প্রতিবেদন:-বর্তমানে শিক্ষা ক্ষেত্রে অফিস কাছারি সব জায়গাতে বহুব্যবহৃত একটি ম্যাসেজিং অ্যাপ্লিকেশন হচ্ছে হোয়াটসঅ্যাপ । হোয়াটসঅ্যাপ ছাড়া রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে নাগরিকদের ।এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন তথ্য আদান-প্রদান করা সম্ভব হয়। তার পাশাপাশি দূর-দূরান্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষদের সাথে খুব সহজেই অডিও এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখা যায় ।কিন্তু এবার থেকে জানানো হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যদি আপনি এই ধরনের কাজকর্ম করে থাকেন তাহলে কিন্তু আপনার জেল হতে পারে তাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার আগে মেনে চলুন এই কয়েকটি নিয়ম।




কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কোনো রকম কোনো বেআইনি কাজ কর্ম হয় বা কোন মহিলা যদি কোন গ্রুপে সম্পর্কে শ্রীলতাহানি অভিযোগ করে তাহলে সেই গ্রুপের এডমিন কে গ্রেফতার করা হবে।




হোয়াটসঅ্যাপে কখনো কাউকে ইনবক্সে অশ্লীল বা চাইল্ড পর্ন ভিডিও শেয়ার করবেন না । যদি কোনো কারণে সেটি নজরে আসে তাহলে কিন্তু সরাসরিভাবে আপনার জেল হয়ে যেতে পারে ।তার পাশাপাশি হোয়াটসঅ্যাপের একাউন্টটা চিরদিনের মতন বন্ধ হয়ে যেতে পারে।




কোন কারণে যদি আপনি হোয়াটসঅ্যাপ হ্যাক করার চেষ্টা করে থাকেন । তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে । তার পাশাপাশি যদি কাউকে দেখেন হোয়াটসঅ্যাপ হ্যাক করতে তাহলে পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ জানান।




হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাম্প্রদায়িক বার্তা ছড়ানো আইনত অপরাধ। আপনি যদি এমনটা করে থাকেন তাহলে কিন্তু আপনার জেল অবধি হতে পারে।











