
নিজস্ব প্রতিবেদন:-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে চলতি মাসে গতকাল তৃতীয়বার বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত বিধানসভা নির্বাচনে পালাবদলের উদ্দেশ্যে বাংলাতে নরেন্দ্র মোদীকে প্রধানমুখ হিসেবে রাখতে চাইছে পদ্মফুল শিবির।
গতকাল বঙ্গ সফরে হুগলির ডানলপ ময়দানে এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।উল্লেখ্য এই ময়দানেই ঠিক দু’দিন পর সভা করার কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।ফলস্বরূপ প্রথম থেকেই প্রধানমন্ত্রী সভার গুরুত্ব উপলব্ধি করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবং একই ময়দানের সভা হওয়ার জন্য জনসমাগম নিয়েও চিন্তিত ছিলেন তারা।কিন্তু রাজনৈতিক মহলের এই চ্যালেঞ্জকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছে পদ্মফুল শিবির।
আরও পড়ুন-অভিষেকের মানহানির মামলা পৌঁছে গেলো ব্যাঙ্কশাল আদালতে!জানুন বিস্তারিত।
আর এই সম্পূর্ণ কৃতিত্বই বিজেপি কর্তৃপক্ষ অর্পণ করেছে সাংসদ লকেট চট্টোপাধ্যায় এর উপর। এদিন রকেটের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।জনসভা শেষে তিনি এদিন একাধিক প্রশংসাসূচক মন্তব্য করেন লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে। বিজেপির এক নেতার কথায়,’মোদীজি উপরে হাত তুলে বলেন যে হেলিকপ্টারে আসার সময় দেখেছি রাস্তায় কত মানুষের ভিড় হয়েছে। মাঠে তো বটেই, এলাকার সব রাস্তায় মানুষের ভিড় ছিল। বহুত বড়িয়া হ্যা লকেটজি (খুব ভালো লকেটজি)’।