








নিজস্ব প্রতিবেদন :-পুনরায় দাম বৃদ্ধি করতে চলেছে ভোডাফোন আইডিয়া । একদমই ঠিক শুনেছেন বিগত কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে শুরু করে এয়ারটেল এমনকি ভোডাফোন আইডিয়া তে রিচার্জ এর মূল্য কমপক্ষে 25% বৃদ্ধি করেছিল ।যার ফলে উল্লেখযোগ্যহারে গ্রাহক সংখ্যা কমতে দেখা গিয়েছিল এই সমস্ত টেলিকম সংস্থাগুলি তরফ থেকে ঠিক একই সময়ে ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল কিন্তু লোভনীয় অফার কম দামে জারি করে তাদেরকে আকৃষ্ট করে ফেলেছে ইতিমধ্যে অনেকখানি।




তবে এখানেই শেষ নয় নতুন বছরের শুরুতে পুনরায় বৃদ্ধি পেতে পারে রিচার্জ এর মূল্য এমনটাই জানানো হয়েছে ভোডাফোন আইডিয়া তরফ থেকে । যদি অফিশিয়ালি ভাবে কোনো রকম কোনো বিবৃতি প্রদান করা হয়নি ।কিন্তু অনুমান করা হচ্ছে যে পূর্বের রিচার্জ এর তুলনায় কমপক্ষে 2 শতাংশ বৃদ্ধি হতে পারে রিচার্জ এর মূল্য।




শুধুমাত্র মূল্যবৃদ্ধি ঘটছে তেমনটা কিন্তু নয় তার পাশাপাশি কমে আসছে একাধিক সুযোগ-সুবিধা ।এমতাবস্থায় দাঁড়িয়ে গ্রাহক সংখ্যা আরো অনেক কমে যাবে সে ব্যাপারে সন্দেহ কোনো অবকাশ নেইতবে এবার, এই প্রসঙ্গে রবিন্দর টক্কর জানিয়েছেন যে, কোম্পানির সবচেয়ে সস্তা ৯৯ টাকার 4G প্ল্যানটি ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী বেশি ব্যয়বহুল নয়।




তিনি আরও বলেছেন যে, সংস্থাটি এই বছরও তার রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করবে।এদিকে, ক্রমাগত দাম বৃদ্ধির ফলে ভোডাফোন-আইডিয়ার গ্রাহকদের পরিমানও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে কোম্পানির প্ল্যানগু-লির দাম বৃদ্ধির পরে, Vi-রগ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটি কমে গিয়েছে। এছাড়াও সংস্থার প্রতি ব্যবহারকারী পিছু গড় আয় প্রায় ৫ শতাংশ কমেছে।











