প্রতি মাসে ১৫০০ টাকা বিনিয়োগে মেয়াদ শেষে পাবেন ৩৫ লাখ, দারুণ সুযোগ দিচ্ছে এই সরকারি স্কিম









আকাশবার্তা অনলাইন ডেস্ক: আপনি যদি টাকা বিনিয়োগের কথা ভেবে থাকেন সেক্ষেত্রে বিশ্বাসযোগ্য স্থান পোস্ট অফিস। বর্তমানে পোস্ট অফিসের এমন কিছু স্কিম রয়েছে যেখানে আপনি বিনিয়োগ করলে এককালে যথেষ্ট লাভবান হবেন। তেমনি দুর্দান্ত লাভের আরও একটি স্কিম নিয়ে হাজির হয়েছে পোস্ট অফিস। পোস্ট অফিসের এই স্কিমের নাম গ্রাম সুরক্ষা যোজনা। যেখানে আপনি মাসে ১৫০০ টাকা বিনিয়োগ করে পেয়ে যাবেন পুরো ৩১ থেকে ৩৫ লক্ষ টাকা।




স্কিমের খুঁটিনাটি:১. এই স্কিমে বিনিয়োগ করতে আপনার বয়স হতে হবে ১৯ থেকে ৫৫ বছরের মধ্যে। এবং আপনাকে ভারতীয় হতে হবে।
২. এই স্কিমে আপনার বার্ষিক বিনিয়োগ করতে হতে হবে ১০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা ।
৩. এই প্রিমিয়াম আপনি মাসিক , ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক হিসেবে প্রদান করতে পারবেন।
৪. এই স্কিম থেকে আপনি লোনের সুবিধাও পাবেন । কিন্তু এই সুবিধা পাবেন ৪ বছর পর থেকে।
৫. আপনি এই স্কিম চালাতে না পারলে তা বন্ধও করতে পারবেন। এর জন্য আপনাকে অন্তত তিন বছর স্কিম চালাতেই হবে। তিন বছর পর সমস্ত টাকা ফেরৎ পাবেন।




কত লাভ হতে পারে?যদি কোনো ১৯ বছরের ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করা শুরু করেন এবং মাসিক ১৫১৫ টাকা করে জমা দিতে থাকেন তবে ৫৫ বছর পর তিনি ম্যাচুরিটির টাকা পাবেন ৩১.৬০ লক্ষ টাকা। আবার এই স্কিমে যদি তিনি ৬০ বছর পর্যন্ত টাকা দিতে থাকেন তাহলে আপনি ম্যাচুরিটি পাবেন ৩৪.৬০ লক্ষ টাকা।











