বিদেশে একসাথে ঘুরতে গিয়েছেন অরুনীতা-পবনদীপ! দুর্দান্ত গান গেয়ে ফের সকলকে মুগ্ধ করলেন অরুদীপ জুটি! মুহূর্তে ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :-ইন্ডিয়ান আইডলের খ্যাতনামা অরুনিতা কাঞ্জিলাল এর কথা আমরা প্রত্যেকেই জানি ।পশ্চিমবঙ্গের বনগাঁর বাসিন্দা তথা বাঙালি কন্যা অরুনিতা ইন্ডিয়ান আইডেল শুধুমাত্র তার কণ্ঠের জনপ্রিয়তা পেয়েছে গোটা বিশ্বের মানুষের কাছে ।তার পাশাপাশি মঞ্চ কাপিয়ে একাধিকবার । তবে অরুনি তার সাথে পবন দ্বীপের কেমিস্ট্রির কথা আমরা প্রত্যেকেই জানি ।




এমনকি তাদের দুইজনকে নিয়ে হিমেশ রেশমিয়া একটি গানের অ্যালবাম প্রকাশিত করেছে ইতিমধ্যেই ।অ্যালবামের গানগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছে নেট মাধ্যমে ।ইন্ডিয়ান আইডলের আরো একজন বিখ্যাত গায়ক হচ্ছে পবন । যিনি হিমাচল প্রদেশের বাসিন্দা ।তাদের কেমিস্ট্রি সম্পর্ক তারা নিজের মুখে স্বীকার না করলেও নেট দুনিয়ার মানুষদের বুঝতে আর দেরি নেই ।




তবে দেশের মাটি ছেড়ে এবার বিদেশের মাটিতে কাঁপাচ্ছে এই দুই জুটি । হাতে হাত রেখে একের পর এক প্লেব্যাক সিঙ্গিং থেকে শুরু করে লাইভ কনসার্ট করেছেন তারা। আর সেই ধারা বজায় রেখে এবার বিদেশের মাটিতে গান গেয়ে ভাইরাল হলো পবনদ্বীপ অরুনিতার গানের ভিডিও।




খুব সম্ভবত কানাডার রাস্তায় প্রচণ্ড ঠান্ডায় শীতপোশাকে মোরা শরীরে নিজেদের কন্ঠের জাদু ছড়িয়েছেন পবনদ্বীপ এবং অরুনিতা। খোলা আকাশের নিচে চারিদিকে বরফের চাদরে ঢাকা রাস্তায় হাঁটতে হাঁটতে তারা গেয়ে উঠেছেন বিখ্যাত হিন্দি গান “ইয়ে লামহা তেরা মেরা”।




বলাবাহুল্য পবনদ্বীপের ফ্যান পেজ থেকে শেয়ার করা এই এক টুকরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই আগুনের মত ছড়িয়ে পড়েছে “অরুদ্বীপ” অনুগামীদের মাঝে।ভিডিওটি অরুনিত কাঞ্জিলাল এর জন্মদিনের দিন পবন তার নিজস্ব একাউন্ট থেকে শেয়ার করেছিল ।ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছে অনেকে ।
— Bengal News Media (@media_bengal) January 23, 2022











